প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৪
মাদক দিয়ে স্ত্রীকে ফাঁসাতে গিয়ে ফেঁসে গেলেন স্বামী

মাদক দিয়ে স্ত্রীকে ফাঁসাতে গিয়ে স্বামী নিজেই ফেঁসে গেলেন। শাহরাস্তি উপজেলার দৈল বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
|আরো খবর
পুলিশ জানায়, বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দিবাগত রাত সাড়ে তিনটায় জনৈক রুহুল আমিন ৯৯৯ নম্বরে ফোন করে জানান, দৈল বাড়ি এলাকায় আফসানা আক্তার নামে একজন মেয়ে মাদক ব্যবসায় জড়িত। তার ঘরে মাদক রয়েছে বলে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে তল্লাশি শুরু করে। এক পর্যায়ে রুহুল আমিন খাটের নিচে মাদক রয়েছে বলে জানালে পুলিশের সন্দেহ হয়। পুলিশ খাটের নিচ থেকে ৩৩ পিস ইয়াবা উদ্ধার করে। এরপর তথ্যদাতা রুহুল আমিন ও সহযোগী সোহাগকে পুলিশ ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে তারা আফসানা আক্তারের স্বামী মীর হোসেনের প্ররোচনায় তার স্ত্রীকে ফাঁসানোর জন্যে এ কাজ করেছে বলে জানায়। পুলিশ ঘটনাস্থল থেকে তাদেরকে আটক করে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এতে আফসানা আক্তারের স্বামী মীর হোসেন, সহযোগী জহির ও তারেকসহ ৫ জনকে আসামী করা হয়েছে।
জানা গেছে, বেশ কিছুদিন ধরে আফসানা ও মীর হোসেনের সংসারে পারিবারিক কলহ বিরাজ করছে। এর প্রেক্ষিতে স্ত্রীকে ফাঁসানোর উদ্দেশ্যে মাদক কারবারিদের সহযোগিতায় এমনটা করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার ওসি (তদন্ত) ওলি উল্লাহ জানান, মামলায় উল্লেখিত আসামিরা মাদক কারবারি, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে। শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল বাসার জানান, এটি একটি জঘন্য অপরাধ। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। পলাতক আসামিদের ধরতে অভিযান চলমান রয়েছে।