প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৯:৩৬
ফরিদগঞ্জে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
শতভরি স্বর্ণ-রূপা চুরি হওয়ার দাবি ॥ সিন্দুক ভেঙ্গে তছনছ

ফরিদগঞ্জ উপজেলা সদরে থানার অদূরের একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। চোরের দল সার্টার খুলে দোকানের ভেতরের সিন্দুক থেকে প্রায় শত ভরি স্বর্ণা ও রূপা নিয়ে গেছে বলে দাবি করেছেন দোকানের মালিক মন্টু কর্মকার। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি বুধবার (১৫ অক্টোবর ২০২৫) দিনগত রাতে ঘটে।
|আরো খবর
দোকানের মালিক মন্টু কর্মকার জানান, তিনি প্রতিদিন সন্ধ্যার কিছু সময় পর বাড়ি চলে যান। রাতে দোকান বন্ধ করেন তার মামা তপন কর্মকার। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) সকালে তার পার্শ্ববর্তী দোকানদার ফোন করে জানায়, ভেতরের সার্টার খোলা। সিন্দুক ভেঙ্গে স্বর্ণ রূপাসহ প্রায় শত ভরি অলংকার নিয়ে গেছে ।
স্কুল শিক্ষক ও মালিকের মামা তপন কর্মকার জানান, বুধবার রাত সাড়ে ৯টার দিকে তিনি দোকানের সকল তালা মেরে বাড়ি চলে যান। প্রতিদিন তিনিই দোকান বন্ধ করেন। সকালে খবর পেয়ে এসে দেখেন, দোকানের ভেতরের দিকের সার্টার খোলা, ভেতরে গিয়ে সিন্দুকসহ সকল কিছু ভাঙ্গাচুরা। তিনি জানান, ভাগিনা সন্ধ্যার পর পরই তার কাছে চাবি দিয়ে কচুয়া চলে যান। পরে তিনি ও দোকানের কারিগর থাকেন। রাতে তিনিই দোকানের সবকিছু তালা মেরে ও বন্ধ করে গিয়েছেন। কিন্তু সকালে এসে এই অবস্থা দেখেছেন।
ঘটনাস্থল পরিদর্শন করে ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আলী হায়দার টিপু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন জানান, তারা সংবাদ পেয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত ঘটনাটি তদারকি করেছেন। যেভাবে সার্টারের তালা ও নাট খোলা হয়েছে তা অবিশ্বাস্য। তাছাড়া ভেতরের সিন্দুকটিও এমনভাবে খোলা হয়েছে, তাও ভালোভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। আশা করছি, থানা পুলিশ যথাযথ তদন্ত করে প্রকৃত ঘটনা বের করে নিয়ে আসবে। কারণ আমরা চাই কোনো ব্যবসায়ী যাতে ক্ষতিগ্রস্ত না হয়। ব্যবসায়ীরা সহাযোগিতা করলে অচিরেই বাজারে রাত্রিকালীন পাহারাদার বৃদ্ধি করা হবে।
বাজুস ফরিদগঞ্জ শাখার সবাপতি দিলীপ কুমার দাস জানান, চুরির ঘটনাটি সঠিকভাবে তদন্ত করা প্রয়োজন। একই সাথে চোরের দলকে খুঁজে বের করা প্রয়োজন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম জানান, সংবাদ পেয়ে সকালেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুপুরে আমি নিজে এবং পরবর্তীতে অতিরিক্ত পুলিশ সুপারও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। চুরির বিষয়ে এবং হারানো অলংকার বিষয়ে বিস্তারিত জানতে দোকান মালিকসহ সকলের সাথে কথা বলছেন। এছাড়া পুরো ঘটনাটিরই তদন্ত চলছে।