বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২১:২৯

সৌদি আরবে ফরিদগঞ্জ প্রবাসীর মৃত্যু

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব থেকে।।
সৌদি আরবে ফরিদগঞ্জ প্রবাসীর মৃত্যু

সৌদি আরবের ইয়ানবু শহরে হৃদরোগে আক্রান্ত হয়ে বিল্লাল জমাদার (৫৮) নামে ফরিদগঞ্জের এক প্রবাসীর মৃত্যু হয়েছে। বিল্লাল জমাদারের চাচাতো ভাই আনোয়ার হোসেন সুমন জানান, ১৫ অক্টোবর ২০২৫ দিবাগত রাতে ইয়ানবু শহরে নিজ বাসায় স্ট্রোক করেন বিল্লাল। পাশের রুমের লোকজন তার কোনো সাড়া শব্দ না পেয়ে তাকে ডাকতে যান। তিনি দরজা খুলছেন না দেখে পরবর্তীতে দরজা ভেঙ্গে তারা রুমে ঢুকে বিল্লালের শারীরিক অবস্থার অবনতি দেখে দ্রুত তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন।হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা গেছেন বলে জানান। মরহুম বিল্লাল জমাদারের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার পূর্ব লাউতলি জমাদার বাড়ি, তাঁর দুটি সন্তান রয়েছে।

১৯৯৭ সাল থেকে দীর্ঘ ২৮ বছর যাবত বিল্লাল জমাদার সৌদি আরবে বাংলাদেশী একজন রেমিট্যান্স যোদ্ধা হিসেবে কাজ করছেন।

বিল্লাল জমাদারের লাশ দ্রুত দেশে পাঠানোর জন্যে তাঁর পরিবারের পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার, জেদ্দা দূতাবাস ও রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়