প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২১:২২
চিহ্নিত মাদক ব্যবসায়ী সামু গাজী আটক

চাঁদপুর শহরের চিহ্নিত মাদক ব্যবসায়ী সামু গাজী (৩৮)কে গাঁজাসহ আটক করেছে পুলিশ।
|আরো খবর
বুধবার (১৫ অক্টোবর ২০২৫) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। ১৪ অক্টোবর মঙ্গলবার ভোরে শহরের ১২নং ওয়ার্ডের গাজী সড়কে অবস্থিত টিটু ঢালীর বাড়ির সামনের পাকা রাস্তার ওপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় তাকে আটক করা হয়। আটক সামু গাজী শহরের ট্রাক রোড গাজী সড়কের মৃত শহিদ গাজীর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে এসআই মো. মোখলেছুর রহমান শহরের ট্রাকরোড গাজী সড়কে গত ১৪ অক্টোবর মঙ্গলবার ভোরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় গাজী সড়কের টিটু ঢালীর বাড়ির সামনের পাকা রাস্তার ওপর মাদক ক্রয়-বিক্রয়ের সময় সামু গাজীকে আটক করা হয়। তার পরিহিত প্যান্টের পকেট থেকে ১শ' গ্রাম গাঁজা জব্দ করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
স্থানীয়রা জানান, সামু গাজী চাঁদপুর শহরের একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুরি ও মাদক মামলা রয়েছে। এর পূর্বে মাদক বিক্রির কারণে কয়েকবার এলাকাবাসী একত্রিত হয়ে তাকে মারধর করে। পরে সে দীর্ঘদিন অন্যত্র পালিয়ে থেকে পুনরায় এলাকায় এসে মাদক ব্যবসা শুরু করে। সামু গাজী বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্যদের সোর্স হিসেবে কাজ করে থাকে। আবার অনেক মানুষকে সামু গাজী মাদক দিয়ে ফাঁসাতে গিয়ে মারধরেরও শিকার হয়। তাকে আটক করায় পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব ও চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়াকে এলাকাবাসী ধন্যবাদ জানায় এবং এলাকায় স্বস্তি ফিরে এসেছে।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, মাদকের সাথে সংশ্লিষ্টদের আটক করা হবে। সকলে মাদকের বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করবেন। সকলের সহযোগিতায় মাদক নির্মূল করা সম্ভব হবে। আটক মাদক ব্যবসায়ী সামু গাজীকে মামলা দায়েরের পর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।