প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫, ২১:৩০
বৈদ্যুতিক তার চুরির ঘটনায় আটক ২

চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরির ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ। সোমবার (১৩ অক্টোবর ২০২৫) রাতে চাঁদপুর সদর মডেল থানার একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে। চিহ্নিত চোরদের আটক করায় এলাকার মানুষের মাঝে স্বস্তি নেমে আসে।
|আরো খবর
আটককৃতরা হলো : চাঁদপুর শহরের নিউ ট্রাক রোড গাজী সড়ক এলাকার দেলোয়ার হোসেন ঢালীর ছেলে শরীফ ঢালী (৩৩) ও একই এলাকার শামু গাজীর ছেলে জীবন আহমেদ (২২)।
জানা যায়, চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে গত বৃহস্পতিবার (৯ অক্টোবর ২০২৫) রাতে চাঁদপুর জমিন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের মেইন লাইনের প্রায় ২০ ফুট বৈদ্যুতিক তার চুরি করে নিয়ে যায় চোরচক্র। এছাড়া একই এলাকার আলম, শাহাবুদ্দিন বকাউল, নুপুর ও শফিউল্লাহ গাজীসহ কয়েকটি বাড়িতে চুরির ঘটনা ঘটে।
শুক্রবার সন্ধ্যায় চাঁদপুর মডেল থানার ওসি মো. বাহার মিয়ার নির্দেশে এএসআই মো. সুমনসহ সঙ্গীয় সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে ১২ অক্টোবর (রোববার) পুনরায় চাঁদপুর জমিন হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারসহ কয়েকটি বাড়িতে চুরি হয়। বিষয়টি পুনরায় চাঁদপুর সদর মডেল থানা পুলিশকে অবগত করলে সোমবার রাতে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় ও ওসি মো. বাহার মিয়ার তত্ত্বাবধানে মডেল থানার একটি চৌকস টিম অভিযান চালায়। এ সময় শরীফ ঢালী ও জীবন আহমেদ নামের ২ জনকে আটক করে পুলিশ।
স্থানীয়রা জানান, চাঁদপুর শহরের ট্রাক রোড গাজী সড়কে বেড়েছে চোরের উপদ্রব। চোরচক্র বৈদ্যুতিক মেইন লাইনের তার চুরি করে শহরের বিভিন্ন ভাঙ্গারি দোকানে তার ও তারের তামা বিক্রি করে। এছাড়া এই এলাকার কয়েকটি বাড়িতেও চুরির ঘটনা ঘটে। আগে এই এলাকায় পুলিশ নিয়মিত টহল দেওয়ায় চুরির ঘটনা কম ছিলো। বর্তমানে টহল কমে যাওয়ায় মাদক, চুরি সহ নানা অপকর্ম বৃদ্ধি পেয়েছে। উঠতি বয়সী কিশোর ও বহিরাগতদের আনাগোনাও বেড়েছে। দ্রুত অভিযানের মাধ্যমে ২ চোরকে আটক করায় চাঁদপুরের পুলিশ সুপার ও চাঁদপুর সদর মডেল থানার ওসিকে ধন্যবাদ জানিয়েছেন স্থানীয়রা।