প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২১:৩৬
ডিসি কাপ ফুটবলের ফাইনালের প্রস্তুতি পর্যবেক্ষণ ফরিদগঞ্জের ইউএনও’র

আগামীকাল শনিবার (১৮ অক্টোবর ২০২৫) ডিসি কাপ ফুটবল ২০২৫-এর ফাইনাল অনুষ্ঠিত হবে। এই ফাইনালে মুখোমুখি হচ্ছে টানা তিনবারের চ্যাম্পিয়ন ফরিদগঞ্জ উপজেলা ও মতলব উত্তর উপজেলা। এদিকে ফাইনালে ফরিদগঞ্জ উপজেলা দলের প্রস্তুতি দেখতে বৃহস্পতিবার উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের কড়ৈতলী উচ্চ বিদ্যালয় মাঠে ফরিদগঞ্জ ফুটবল একাডেমির ক্যাম্পে ছুটে গেছেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া। এ সময় তিনি খেলোয়াড় ও কোচের সাথে কথা বলেন। তাদেরকে খেলার বিভিন্ন বিষয়ে অবহিত করেন। তিনি বলেন, আশা করছি বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এ বছরও অবশ্যই চ্যাম্পিয়ন হবো।
|আরো খবর
প্রস্তুতি পর্যবেক্ষণকালে উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুন্নবী নোমান, জিয়াউর রহমান, সাদ্দাম হোসেন, ফরিদগঞ্জ ফুটবল একাডেমির আরিফুর রহমান ছোটন, আলী হোসেনসহ বিভিন্ন লোকজন উপস্থিত ছিলেন।
এর আগে কড়ৈতলীতে ফরিদগঞ্জ ফুটবল একাডেমি মাঠে ইউএনও উপস্থিত হলে তাকে ফুল দিয়ে বরণ করে নেন একাডেমির পরিচালকবৃন্দ।