বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৯:৫৮

হাজীগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলাে হাসপাতাল কর্মীর

কামরুজ্জামান টুটুল।।
হাজীগঞ্জে অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলাে হাসপাতাল কর্মীর

অ্যাম্বুলেন্সের ধাক্কায় প্রাণ গেলো বেসরকারি একটি হাসপাতালের নারী কর্মীর। বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া গ্রামের হাজীগঞ্জ-পিরোজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত খুকি বেগম (৫৫) ওই গ্রামের বশির উদ্দিন মিজি বাড়ির মো. রুহুল আমিনের স্ত্রী। খুকি বেগম ৫ কন্যা সন্তানের জননী ও হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

নিহত নারীর পারিবারিক সূত্রে জানা যায়, এ দিন বিকেলে তিনি নিজ বাড়ি হতে হাসপাতালে আসার সময় পথিমধ্যে অ্যাম্বুলেন্স (ঢাকা মেট্রো ছ ৭১-৪০৫৯)-এর ধাক্কায় গুরুতর আহত হন। এ সময় ওই অ্যাম্বুলেন্সের চালক তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। পরীক্ষা-নিরীক্ষা শেষে খুকি বেগমকে মৃত ঘোষণা করেন কর্মরত চিকিৎসক।

এ দিকে খবর পেয়ে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ছায়েম নিহতের মরদেহ ও অ্যাম্বুলেন্সটি থানা হেফাজতে নিয়ে আসেন। নিহত নারীর স্বামী পেশায় একজন শ্রমিক। স্ত্রীর মৃত্যুতে ৫ মেয়ে সন্তান নিয়ে বিপাকে পড়েছেন বলে জানান নিহতের স্বামী রুহুল আমিন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন ফারুক চাঁদপুর কণ্ঠকে বলেন, নিহতের মরদেহ ও অ্যাম্বুলেন্সটি পুলিশি হেফাজতে রয়েছে। নিহতের পরিবার ও অ্যাম্বুলেন্সের মালিক পক্ষ থানায় এসেছেন। নিহতের পরিবারের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তীতে আইনানুগ ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়