প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৭
ফরিদগঞ্জে মাদক মামলার সাক্ষী হওয়ার খেসারত দিতে হলো এক যুবককে
দিনদুপুরে অপহরণ ও নির্যাতন।। থানায় অভিযোগ

ফরিদগঞ্জে এক মাদক মামলার সাক্ষীকে তুলে নিয়ে মারধর ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ফরিদগঞ্জ উপজেলার ১৫নং রূপসা উত্তর ইউনিয়নে।
|আরো খবর
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (১৫ অক্টোবর ২০২৫) সকাল ১০টার দিকে রূপসা মধ্য বাজারে মাদক মামলায় সাক্ষী দেয়া মো. ফরিদ হোসেন নামের এক যুবককে মাদক মামলায় কারাভোগ করা মো. রাছেল ও তার সহযোগীরা প্রকাশ্যে মারধর করে এবং অজ্ঞাত স্থানে তুলে নিয়ে যায়। দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে পুনরায় পিটিয়ে আহত করে এবং জোরপূর্বক মিথ্যা জবানবন্দির ভিডিও ধারণ করে।
ঘটনা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাছেল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এক মাস আগে উপজেলা নির্বাহী অফিসার তাকে মাদকসহ আটক করে জেল হাজতে পাঠান। সে সময় হামলার শিকার ফরিদ ওই মামলায় সাক্ষ্য দেন। জামিনে মুক্তি পেয়ে রাছেল প্রতিশোধ নিতে ফরিদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ভুক্তভোগীর। মারধরের সময় বিবাদীরা সাক্ষীকে খুন করে লাশ গুমের হুমকিও দেয়। পরে স্থানীয়দের সহায়তায় আহত ফরিদকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করান৷
এ ঘটনায় আহত ফরিদ হোসেনের মা মোসা. পারভীন বেগম (৫০) বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। তিনি গণমাধ্যমকে জানান, আমার ছেলেকে তারা খুন করার হুমকি দিয়েছে। এখন আমরা চরম আতঙ্কে আছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ্ আলম জানান, অভিযোগ পাওয়া গেছে, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।