শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫, ২২:১৪

মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়নে বিএনপির উঠোন বৈঠকে তানভীর হুদা

ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি

মাহবুব আলম লাভলু।।
ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি
মতলব উত্তরে সাদুল্লাপুর ইউনিয়নে অনুষ্ঠিত উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিএনপি নেতা তানভীর হুদা।

চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা বলেছেন, ফ্যাসিস্ট সরকারের সময় মানুষ ভোট দিতে পারেনি। তারা ভোটের অধিকার হরণ করেছে, দিনের ভোট রাতে দেয়া হয়েছে। মানুষের ভোটাধিকার পুনরুদ্ধারের জন্যে বিএনপির হাজারো নেতা-কর্মী হামলা, মামলা, হত্যা ও গুমের শিকার হয়েছে। সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবার।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেলে মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চান্দ্রাকান্দি ভূঁইয়া বাড়িতে আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠোন বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ডিসেম্বরে তফসিল ঘোষণা, দেশ এখন নির্বাচনের পথে ধাবিত হচ্ছে। বিএনপি নেতা-কর্মীরা মানুষের আস্থা ও ভালোবাসা অর্জনের জন্য ঘরে ঘরে ছুটে যাচ্ছে। বিএনপি বিশ্বাস করে মানুষের ভোট ও সমর্থনের ওপর নির্ভর করে। আমরা যদি নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে পারি, তবে বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবো।

তানভীর হুদা বলেন, বাংলাদেশের সাধারণ মানুষের দল হচ্ছে বিএনপি। মা-বোনদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসাই বিএনপির মূল শক্তি। তিনি বলেন, আপনাদের আত্মীয়-স্বজন যারা আছেন, সকলের কাছে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সালাম পৌঁছে দেবেন। ইতোমধ্যেই বিএনপি মহিলা দলের নেত্রীরা ধানের শীষের সালাম ও তারেক রহমানের ৩১ দফা দাবি লিফলেট আকারে ঘরে ঘরে পৌঁছে দিচ্ছেন। আশা করছি মতলবের প্রতিটি ঘরে এই লিফলেট যথাসময়ে পৌঁছে যাবে।

তিনি আরো বলেন, মানুষের মন জয় করতে হলে মানুষের কাছে যেতে হবে, তাদের সমস্যা শুনতে হবে। দলের কোনো বাহাদুরি, চাঁদাবাজি বা দখলদারিত্ব চলবে না। মানুষের ভালোবাসাই হবে বিএনপির আসল শক্তি।

সাদুল্লাপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এই উঠোন বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সভাপতি আরশাদ বেপারী। সঞ্চালনা করেন সাবেক ছাত্রদল নেতা নাজমুল হাসান প্রধান।

বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সদস্য আলাউদ্দিন খান, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম মিয়াজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মজিবুর রহমান বেপারী, ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি জসিম উদ্দিন, উপজেলা বিএনপি নেতা রিয়াজ উদ্দিন রিয়াজ, ইউনিয়ন কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।

উপস্থিত ছিলেন ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল ফরাজী, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন আমু, পৌর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মানিক ফরাজী, জেলা ছাত্রদলের সাবেক সদস্য আফসার উদ্দিন খান, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি সাইফুল ইসলাম, জেলা যুবদলের সহ-শ্রম বিষয়ক সম্পাদক আবু তাহের সুমন, উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ঝর্ণা আক্তার, উপজেলা তাঁতীদলের সহ-সভাপতি আরশাদ মোল্লা, জহিরাবাদ ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মোবারক হোসেন মুফতি, এখলাছপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি বিল্লাল হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়