প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২২:০০
নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সভা

মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর পৌরসভা বাতিল ও নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহালের দাবিতে সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেল ৪টায় নারায়ণপুর ইউনিয়নের জোড়পুল বাজারে ইউনিয়নবাসী এ প্রতিবাদ সভার আয়োজন করেন।
|আরো খবর
সভায় নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহাল আহ্বায়ক কমিটির আহ্বায়ক প্রফেসর গিয়াস উদ্দিনের সভাপতিত্বে এবং ছাত্রদল নেতা মো. জাবেদ পাটোয়ারীর সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহাল আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন অর রশিদ, সদস্য সচিব মিঞা মো. মামুন, মো. ইব্রাহিম তালুকদার, মো. মিজানুর রহমান প্রধান, মোশাররফ হোসেন পাটোয়ারী, মো. তাফাজ্জল পাটোয়ারী, মোহাম্মদ আলী মিয়াজি, মো. দুলাল মিয়াজি, গোলাম রাব্বানী, হানিফ পাটোয়ারী, জসিম উদ্দিন মিন্টু, এমরান হোসেন, আবু বকর প্রমুখ।
বক্তারা বলেন, দীর্ঘদিন যাবৎ নারায়ণপুর পৌরসভা এবং ইউনিয়ন নিয়ে জটিলতার কারণে আমরা নাগরিক সেবা থেকে বঞ্চিত। গত প্রায় দু বছর যাবত অনলাইন সেবা বন্ধ থাকায় প্রয়োজনীয় কাজ করতে পারছে না নারায়ণপুর ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ জনগণ। এই ইউনিয়নের শতকরা প্রায় ৮০ ভাগ লোক কৃষির ওপর নির্ভরশীল। তাই এই ইউনিয়নের প্রান্তিক জনগোষ্ঠী পৌরসভা চায় না। এ প্রতিবাদ সভা থেকে আমরা দ্রুত পৌরসভার গেজেট বাতিল করে নারায়ণপুর ইউনিয়ন পুনর্বহালের দাবি জানাচ্ছি।