শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩২

মতলব উত্তরে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল
ছবি : মতলব উত্তরে জামায়াতের ৫ দফা দাবি আদায়ে বিক্ষোভ মিছিল।

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারের প্রধান সড়কগুলোতে ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর জামায়াতে ইসলামী। শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) সকালে এ কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভ মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী, বীর মুক্তিযোদ্ধা ডা. মুহাম্মাদ আব্দুল মোবিন। তিনি জনগণের সামনে ৫ দফা দাবি উপস্থাপন করেন। দাবিগুলো হলো— জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন, আগামী জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্যে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, ফ্যাসিস্ট সরকারের জুলুম, নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতে ইসলামী সভাপতি অধ্যাপক আবুল বাশার দেওয়ান, সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান নাজির, পৌর জামায়াত সভাপতি এইচএম রবিউল আলম, মাসুদ সরকার, আবদুল লতিফ লিটনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ডিসিকে/এমজেডএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়