বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৫, ১৮:৩৭

রাস্তা পাকা করার দাবিতে তথ্য উপদেষ্টার ইউনিয়নবাসীর মানববন্ধন

রাস্তা পাকা করার দাবিতে তথ্য উপদেষ্টার ইউনিয়নবাসীর  মানববন্ধন
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের মাননীয় তথ্য উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলমের গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের এলাকাবাসী মাত্র এক কিলোমিটার একটি রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। বুধবার (২৭ আগস্ট ২০২৫) উপজেলার ৪নং ইছাপুর ইউনিয়নের নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে কোমলমতি শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করে। এ সময় এলাকাবাসী বলেন, স্বাধীনতার ৫৪ বছর পার হলেও নয়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের ১ কিলোমিটার রাস্তাটিতে এ পর্যন্ত কোনো পাকাকরণ হয়নি। লাগেনি কোনো উন্নয়নের ছোঁয়া । ফলে ওই এলাকার কয়েক হাজার জনসাধারণকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এলাকাবাসীর অভিযোগ, বারবার জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্বারস্থ হয়েও কাজের কাজ কিছুই হয়নি। বর্ষা মৌসুমে সড়কে কাদাপানি থাকায় শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসতে পারছে না। ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে শিক্ষা ব্যবস্থা।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুর রহিম ও জাহাঙ্গীর আলম বলেন, এটি বিদ্যালয়ের একমাত্র চলাচলের রাস্তা। সামান্য বৃষ্টিতেই কাদাপানি হওয়ায় শিক্ষার্থীরা স্কুলে আসতে পারে না। এতে এলাকার শিক্ষাব্যবস্থা ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে । আমরা দ্রুতই রাস্তাটি পাকা করণের জন্যে মাননীয় তথ্য উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি।

স্থানীয় বাসিন্দা মনির হোসেন, মাসুদ আলম ও মোঃ সোলেইমান বলেন, আমাদের ৪নং ইছাপুর ইউনিয়নের কৃতী সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম। আমরা তাঁর দৃষ্টি কামনা করছি এবং সংশ্লিষ্ট দপ্তরের প্রতি আবেদন জানাই, আমাদের কষ্ট লাঘবে রাস্তাটি দ্রুত সংস্কার করা হোক।

এ ব্যাপারে রামগঞ্জ এলজিইডি প্রকৌশলী সাজ্জাদ মাহমুদ জানান, মানববন্ধনের ব্যাপারে আমি কিছুই জানি না, রাস্তাটি যদি আইডিতে অন্তর্ভুক্ত হয়, তাহলে রাস্তাটি পাকাকরণের ব্যাপারে ব্যবস্থাগ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়