প্রকাশ : ১৩ মে ২০২৫, ২০:০৪
শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে ব্যবসায়ীর অর্থদণ্ড

শাহরাস্তিতে কৃষি জমির টপ সয়েল বিক্রির দায়ে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ মে ২০২৫) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার এ দণ্ডাদেশ দিয়েছেন।
উপজেলা প্রশাসন জানায়, শাহরাস্তি পৌর এলাকার পশ্চিম উপলতা মাঠে অবৈধভাবে কৃষি জমির মাটি কেটে বিক্রি করার অপরাধে অভিযুক্ত মাটি ব্যবসায়ী খোরশেদ আলমকে বালু মহল ও মাটির ব্যবস্থাপনা আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। ভ্রাম্যমাণ আদালতকে সহায়তা করেন শাহরাস্তি থানা পুলিশ ও আনসার সদস্যরা। সূত্র : প্রতিদিনের সংবাদ