প্রকাশ : ১০ মে ২০২৫, ২০:৪১
সপ্তসুর সংগীত একাডেমীর রবীন্দ্রজয়ন্তী উদযাপন

চাঁদপুরের স্বনামধন্য সাংস্কৃতিক সংগঠন সপ্তসুর সংগীত একাডেমীর উদ্যোগে ১৬৪তম রবীন্দ্রজয়ন্তী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (৯ মে ২০২৫) সন্ধ্যায় একাডেমীর প্রেসক্লাব সড়কস্থ কার্যালয়ে আয়োজন করা হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে একাডেমীর অধ্যক্ষ রূপালী চম্পকের সভাপ্রধানে চাঁদপুর প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা প্রধান অতিথি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব লিটন ভূঁইয়া বিশেষ অতিথি এবং সপ্তসুরের উপদেষ্টা কাজী শাহাদাত মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাদের পলাশ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শরীফ চৌধুরী।
|আরো খবর
সপ্তসুরের সভাপতি চম্পক সাহা ও পরিচালক সুফী খায়রুল আলম খোকনের সার্বিক তত্ত্বাবধানে ও সহযোগিতায় সাংস্কৃতিক অনুষ্ঠানে সপ্তসুরের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।