বৃহস্পতিবার, ০৮ মে, ২০২৫  |   ৩৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   খালেদা জিয়াকে স্বাগত জানাতে বিমানবন্দরে নেতাকর্মীদের ঢল

প্রকাশ : ০৭ মে ২০২৫, ১৯:১৪

হাইমচরের মো. মাহবুব-উল-আলম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব

হাইমচরের মো. মাহবুব-উল-আলম যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব
অনলাইন ডেস্ক

হাইমচরের কৃতী সন্তান মো. মাহবুব-উল-আলম বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব পদমর্যাদায় পদোন্নতি পেয়েছেন। গত বুধবার (৩০ এপ্রিল ২০২৫) রাষ্ট্রপতির আদেশক্রমে উপ-সচিব জামিলা শবনম স্বাক্ষরিত পত্রে সচিব পদে পদোন্নতির পর এ নিয়োগ দিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা যায়, ছাত্র-জনতার অভ্যুত্থানের ফলে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্বগ্রহণের পর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক থেকে বদলি করে মো. মাহবুব- উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে পদায়ন করা হয়। এরপর সচিব পদে পদোন্নতি দিয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো এই কর্মকর্তাকে। ইতঃপূর্বে তিনি ডাক ও টেলিকমিউনিকেশন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব, বিসিএস একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেন। এছাড়া ফেনী জেলার আরডিসি, চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের পি.এস, কুমিল্লার দ্বেবিদার উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিসিএস প্রশাসন ক্যাডারে ১১ম ব্যাচের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি প্রশাসনে সততা, দক্ষতা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালন করে চলছেন।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মাহবুব-উল-আলমকে পদোন্নতি দিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হলো। ‘জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’।

যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম হাইমচর উপজেলার গণ্ডামারা গ্রামের পাটওয়ারী বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি ২ সন্তানের জনক। তিনি ঢাকাস্থ হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির ভাইস প্রেসিডেন্ট ও স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের অন্যতম উপদেষ্টা। তাঁর কর্মজীবনের সাফল্যে চাঁদপুর-হাইমচরবাসী আনন্দিত ও গর্বিত।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়