প্রকাশ : ০৬ মে ২০২৫, ২২:০২
বীর মুক্তিযোদ্ধা আর কে চৌধুরীর ৮৪ তম জন্মদিন আজ

বিশিষ্ট কলামিস্ট, বীর মুক্তিযোদ্ধা, ভাষা সংগ্রামী ও মহান মুক্তিযুদ্ধের ২ ও ৩নং সেক্টরের রাজনৈতিক উপদেষ্টা আর কে চৌধুরীর ৮৪ তম জন্মদিন আজ (৭ মে)।
|আরো খবর
কর্মময় জীবনে আর কে চৌধুরী যাত্রাবাড়ী ও ধানমন্ডি থেকে একাধিকবার ঢাকা সিটি করপোরেশনের কমিশনার নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে ঢাকা সিটি করপোরেশন প্ল্যানিং ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান ও রাজউকের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
আর কে চৌধুরী জনস্বার্থে প্রতিষ্ঠা করেছেন আর কে চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজ (সায়েদাবাদ), আর কে চৌধুরী কলেজ (জুরাইন), আর কে চৌধুরী হাইস্কুল (সায়েদাবাদ), আর কে চৌধুরী ইউসেফ স্কুল (পোস্তগোলা), আর কে চৌধুরী হাসপাতাল (যাত্রাবাড়ী), আর কে চৌধুরী হাসপাতাল (জুরাইন), আর কে চৌধুরী দুঃস্থ মহিলা সেবা কেন্দ্র (জুরাইন) এবং নরসিংদীর আব্দুল মান্নান চৌধুরী হাই স্কুলসহ অসংখ্য প্রতিষ্ঠান।
এফবিসিসিআই এর সাবেক ভাইস প্রেসিডেন্ট আর কে চৌধুরী বর্তমানে পত্রপত্রিকায় কলাম লিখে ও বই পড়ে সময় অতিবাহিত করেন।