প্রকাশ : ০৫ মে ২০২৫, ২২:৩৬
সাংবাদিকের পিতৃবিয়োগে চাঁদপুর প্রেসক্লাবের শোক প্রকাশ
চাঁদপুর প্রেসক্লাব সদস্য, চাঁদপুর ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার চাঁদপুর জেলা প্রতিনিধি এম এ লতিফ এবং দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার সহকারী সম্পাদক রোটারিয়ান আবদুল্লাহ আল মামুনের পিতা, চাঁদপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আবুল হোসেন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। সোমবার (৫ মে ২০২৫) দুপুর সাড়ে ১২টার দিকে চাঁদপুরস্থ ফেমাস হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।
তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ। এক শোক বার্তায় প্রেসক্লাব সভাপতি রহিম বাদশা ও সাধারণ সম্পাদক কাদের পলাশ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।