সোমবার, ০৫ মে, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ০৪ মে ২০২৫, ২০:৫২

ভাটিয়ালপুর চৌরাস্তার মাছের আড়তের টোল বন্ধের দাবিতে মানববন্ধন

ভাটিয়ালপুর চৌরাস্তার মাছের আড়তের টোল বন্ধের দাবিতে মানববন্ধন
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের মাছের আড়তের টোল আদায়কে অবৈধ দাবি করে তা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন দোকান মালিক, মাছের আড়ত, জেলে ও মৎস্য ব্যবাসায়ীরা। রোববার (৪ মে ২০২৫) বিকেলে ভাটিয়ালপুর চৌরাস্তায় এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন পৌর যুবদলের সভাপতি ও বিগত পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী, ভাটিয়ালপুর চৌরাস্তা মৎস্য মালিক সমিতির সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আমিনুল হক (আমিন মিজি), মৎস্য ব্যবসায়ী মনির হোসেন গাজী, বিকাশ দাস ও ইলিয়াছ হোসেন।

ব্যবসায়ীরা জানান, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের মাছের হাটটি গত ১৫ বছর ধরে চলছে। এর সাথে দোকান মালিক, মাছের আড়তদার, মৎস্য ব্যবসায়ী, জেলেসহ অন্তত কয়েকশ’ পরিবার জড়িত। দোকানগুলো আমাদের নিজেদের জমির ওপর। আমরা ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করি। সড়ক ও জনপথ বিভাগের জমির ওপর প্রতিদিন অস্থায়ী মাছের বাজার বসে। কিন্তু পৌর কর্তৃপক্ষ মাছের হাট এলাকার কোনোরূপ উন্নয়ন বা সুবিধা না দিয়ে, এমনকি আলোচনা ব্যতিরেকে বাজারটি ইজারা প্রদান করে, যা অনৈতিক ও অবৈধ। এই টানাটানির কারণে গত এক সপ্তাহ ধরে আমাদের মাছ বিকিকিনি বন্ধ হয়ে গেছে। তাই আমরা অবৈধ ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছি।

মানববন্ধনে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে পৌর যুবদলের সভাপতি ও বিগত পৌরসভা নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী ইমাম হোসেন পাটওয়ারী বলেন, বিগত ১৭ বছর এই বাজার ইজারা দেয়া হয়নি এবং টোল আদায় হয়নি। এখন কেনো হঠাৎ করে কোনো আলোচনা ছাড়াই ইজারার নামে টাকা আদায়ের চেষ্টা বা কমিশন আদায় করার অপচেষ্টা হচ্ছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব এমএ হান্নান স্পষ্টভাবে বলে দিয়েছেন, জনগণের ওপর কোনো অবৈধ কিছু চাপিয়ে দেয়া যাবে না। চাঁদাবাজদের প্রতিহত করতে হবে। আগে এই বাজারের উন্নয়ন করতে হবে, পরে ইজারার মাধ্যমে টোল আদায়ের চিন্তা করতে হবে, তার আগে কেউ কোনো টোলের নামে চাঁদা দিবে না।

উল্লেখ্য, ফরিদগঞ্জ পৌরসভাধীন ভাটিয়ালপুর বাজারের চলতি বাংলা ১৪৩২ সালের টোল আদায়ের জন্যে গত ১৩ এপ্রিল ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ইজারাদার আব্দুল মতিনকে অনুমতিপত্র প্রদান করেন। এই প্রথমবারের মতো উক্ত বাজারটি ইজারার আওতায় আসে। ইজারাদার তাদের নিয়মানুযায়ী টোল আদায় করতে গেলে জটিলতা সৃষ্টি হয়। ওই বাজারের মাছ ব্যবসায়ী ও আড়তদারদের সাথে কয়েক দফা বৈঠক হলেও কোনো সুরাহা হয়নি। গত সোমবার (২৮ এপ্রিল ২০২৫) সকালে ইজারাদার তার লোকজন নিয়ে টোল আদায় করতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়। এক পর্যায়ে মাছ ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যায়। ওই দিনই সোমবার (২৮ এপ্রিল ২০২৫) ভাটিয়ালপুর চৌরাস্তা মৎস্য আড়ত মালিক সমিতি চাঁদপুর জেলা প্রশাসক বরাবর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে অবৈধ টাকা উত্তোলন বন্ধের দাবি করে লিখিত আবেদন করেন। কিন্তু অদ্যাবধি এই জটিলতার অবসান হয়নি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়