প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৭:১৪
আলোকিত প্রজন্মের শিক্ষা উৎসব
গত ১৫ বছরে শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দেয়া হয়েছে
---------শেখ ফরিদ আহমেদ মানিক

চাঁদপুর তিন নদীর মিলনস্থলে আলোকিত প্রজন্মের আয়োজনে 'এসো শিক্ষা নিয়ে, দেশ বদলাই' এই স্লোগানে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে দ্যা প্রিমিয়াম হোমস লিমিটেড প্রেজেন্টস চাঁদপুর শিক্ষা উৎসব।
|আরো খবর
শুক্রবার (২ মে ২০২৫) পুরানবাজার ডিগ্রি কলেজে প্রায় ছয় শ' শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যাপক আয়োজনে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
এদিন সকাল দশটায় অনুষ্ঠানে প্রধান অতিথি এবং উদ্বোধক ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তাঁর বক্তব্যে বলেন, গত ১৫/১৬ বছরে শিক্ষা ব্যবস্থাকে একেবারে পঙ্গু করে দেয়া হয়েছে। শিক্ষা জাতির মেরুদণ্ড এটা সঠিক। এটা যদি সঠিক না হয়ে থাকে জাতি হিসেবে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিন বলেন, আগামীর ভবিষ্যৎ তোমাদের দিকে তাকিয়ে আছে। তোমাদের কাছে একটাই আবেদন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ গড়বে। কাজেই তোমরা লেখাপড়ার পাশাপাশি নিজস্ব সংস্কৃতির মাধ্যমে নিজেকে বিকশিত করবে। জনাব মানিক এ ধরনের জ্ঞানভিত্তিক অনুষ্ঠানের জন্যে আয়োজকদের ধন্যবাদ জানান।
চাঁদপুর সরকারি কলেজের পদার্থবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান মো. আলমগীর হোসেন বাহারের সভাপতিত্বে আয়োজিত উৎসবে বিশেষ অতিথি ছিলেন চাঁদপুর সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও শহর বিএনপির আহ্বায়ক আক্তার হোসেন মাঝি, যমুনা গ্রুপের পরিচালক (বাণিজ্যিক) এবিএম সামছুল হাসান ও পুরানবাজার ডিগ্রি কলেজের অধ্যক্ষ লে. মো. শোয়ায়েব।
উৎসবে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান সোহাগ, বিশিষ্ট ব্যবসায়ী ফারুক মৃধা প্রমুখ।
দিনব্যাপী অনুষ্ঠানে সেশন স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন ফাহাদ টিউটোরিয়ালের ফাহাদ সহ তার টিম মেম্বাররা।
আরো উপস্থিত ছিলেন ক্যারিয়ার সেশন স্পিকার সিদ্দিকী মোহসীন পাটওয়ারী । উৎসবের শুরুতে নৃত্য পরিবেশন করেন সংগঠনের নৃত্য শিল্পীরা।