প্রকাশ : ০২ মে ২০২৫, ২২:৪২
কৃষকদল নেতা এনায়েত উল্লাহ খোকনের পিতার মৃত্যুতে বিএনপি মহাসচিবের শোক

বাংলাদেশ
|আরো খবর
জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদ (কুমিল্লা বিভাগ)-এর সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর জেলা কৃষকদলের সভাপতি মো. এনায়েত উল্লাহ খোকনের পিতা আলহাজ্ব হাফেজ মোহাম্মদ শামছুল হক দেওয়ান বৃহস্পতিবার (১মে ২০২৫) দিবাগত রাত সাড়ে ১২টায় ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহে..... রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মোহাম্মদ শামছুল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (২ মে ২০২৫) এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, মোহাম্মদ শামছুল হকের মৃত্যুতে তাঁর পরিবার-পরিজন ও এলাকাবাসীর মতো আমিও গভীরভাবে শোকাহত ও ব্যথিত হয়েছি। সৎ, সজ্জন ও ধার্মিক মানুষ হিসেবে তাঁকে এলাকার সকলেই সম্মান ও শ্রদ্ধা করতেন। দোয়া করি মহান রাব্বুল আলামীন যেনো মরহুম মোহাম্মদ শামছুল হককে জান্নাত নসিব এবং শোকাহত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন।
অপর এক শোকবার্তায় জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল আলহাজ্ব হাফেজ মোহাম্মদ শামছুল হক দেওয়ানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃদ্বয় মরহুমের রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জানান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির সহ-দফতর সম্পাদক অ্যাড. তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এদিকে মুহাম্মদ এনায়েত উল্লাহ খোকনের পিতা মৈশাদী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব হাফেজ মোহাম্মদ শামছুল হক দেওয়ানের জানাজার নামাজ শুক্রবার বাদ জুমা নিজ এলাকায় অনুষ্ঠিত হয়েছে। জানাজার নামাজে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে মরহুমকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।