প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৫, ২২:০৫
বৃটিশ নাগরিক বিতর্ক
বাংলাদেশের এনআইডি দেখালেন বিএনপি নেতা আনোয়ার হোসেন খোকন

শাহরাস্তির মেহের ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি আনোয়ার হোসেন খোকনকে ঠেকাতে তাঁকে বৃটিশ নাগরিক উল্লেখ করে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনঃবিবেচনার আবেদন করা হয়। এ খবরে নিজের জাতীয় পরিচয়পত্র সাংবাদিকদের সামনে তুলে ধরলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বুধবার (৩০ এপ্রিল ২০২৫) শাহরাস্তিতে নিজ দলের নেতা-কর্মীদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি তাঁর জাতীয় পরিচয়পত্র তুলে ধরেন। (ভোটার আইডি নং -৭৩৭ ৯০৭ ৬৯৮২) এ সময় তিনি বলেন, যারা আমার বিষয়ে অভিযোগ করেছেন তাঁরা বিষয়টি না জেনেই করেছেন। জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত নির্দেশনা মোতাবেক আমাকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে।
|আরো খবর
তিনি দুঃখ প্রকাশ করে বলেন, যারা অপপ্রচার চালাচ্ছেন তারা না বুঝেই অপব্যাখ্যা দিচ্ছেন। আশা করি সকল বিতর্কের অবসান ঘটবে। আমি সবাইকে নিয়েই কলেজটির উন্নয়নে কাজ করবো। নাম প্রকাশে অনিচ্ছুক একজন অভিভাবক সদস্য জানান, বিএনপির স্থানীয় কোন্দলের কারণে এটি করা হয়েছে। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মো. মোস্তফা কামাল জানান, আনোয়ার হোসেন খোকন বৃটেনে থাকেন, তিনি বাংলাদেশের বৈধ নাগরিক, আমাদের এলাকার গর্ব। সব বিষয়ে রাজনীতি করা ঠিক নয়। উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন শাহরাস্তি উপজেলার মেহের ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় পর কয়েকজন সদস্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিষয়টি পুনঃবিবেচনার আবেদন করেন। এ নিয়ে 'বৃটিশ নাগরিক কলেজ গভর্নিং বডির সভাপতি' শিরোনামে বিভিন্ন নিউজ পোর্টালে সংবাদ প্রচার করা হয়।