মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ২৩ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ২১:২৩

ডাকাতিয়ায় নিখোঁজের একদিন পর পাওয়া গেলো কলেজ ছাত্রের লাশ

ডাকাতিয়ায় নিখোঁজের একদিন পর পাওয়া গেলো কলেজ ছাত্রের লাশ
অনলাইন ডেস্ক

বন্ধুদের সাথে নদীতে সাঁতরাতে গিয়ে ডাকাতিয়া নদীতে ডুবে যাওয়া নিখোঁজ কলেজ ছাত্র সৌম্যজিৎ সরকার আপন (১৮)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনার একদিন পর সোমবার বিকেলে চাঁদপুর গাছতলা ব্রিজ সংলগ্ন ডাকাতিয়া নদীতে আপনের লাশ ভাসতে দেখেন এলাকাবাসী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসেন স্বজনরা। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ হাসপাতালে গিয়ে আপনের মরদেহের সুরতহাল করেন।

আপনের মরদেহ উদ্ধার করার পর তার সহপাঠী ও পরিবারের স্বজনরা হাসপাতালে এসে ভিড় জমান।

রোববার (২৭ এপ্রিল ২০২৫) দুপুরে চাঁদপুর শহরের দর্জিঘাট ও ইসলামপুর গাছতলা এলাকার দেশ এনার্জি বিদ্যুৎ কেন্দ্রের পাশে ডাকাতিয়া নদীতে ডুবে আপন নিখোঁজ হন। তিনি চাঁদপুর পুরাণবাজার ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। আপন মিশন রোড এলাকার মানিক রঞ্জন সরকারের ছেলে। তার বাবা হাজীগঞ্জ উপজেলাধীন মেনাপুর বালিকা উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক।

এ ঘটনার খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ও চাঁদপুর কোস্টগার্ডের ডুবুরি দল উদ্ধার তৎপরতা চালালেও ঘটনার দিন আপনের লাশ পাওয়া যায়নি। একদিন পর ঘটনাস্থলের আশপাশেই তার লাশ ভেসে উঠে। সোমবার সন্ধ্যায় মরদেহ উদ্ধারের তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া। তিনি জানান, বন্ধুদের সাথে নদীতে নেমে নিখোঁজ হওয়া সৌম্যজিৎ-এর মরদেহ বিকেলে নদীতে ভেসে উঠে। পরে ট্রলার নিয়ে গিয়ে মরদেহ উদ্ধার করে তা ময়না তদন্তের জন্যে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের কোনোরূপ অভিযোগ না পেলে থানায় এই সংক্রান্ত একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে।

এ বিষয়ে চাঁদপুর নৌ-থানার ওসি মো. ইকবাল জানান, নদীর ঝোঁপ থেকে আমরা মরদেহ উদ্ধারের পর থেকে ছেলেটির পরিবারের সাথে কথা বলার চেষ্টা করছি। কিন্তু একমাত্র পুত্র সন্তানকে হারিয়ে শোকে কাতর পরিবারটির কেউ কোনো কথা বলার মতো পরিস্থিতিতে নেই। তবুও আমরা আইনী কার্যক্রম এগিয়ে নিতে কাজ চালিয়ে যাচ্ছি।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ২৭ এপ্রিল রোববার দুপুর ১২টায় আপন তার তিন বন্ধুকে সাথে নিয়ে ডাকাতিয়া নদীতে গোসল করতে যায় । এ সময় তারা সাঁতার প্রতিযোগিতা দিয়ে নদীর এপার থেকে ওপার যাওয়ার চেষ্টা করেন। কিন্তু নদীর মাঝখান দিয়ে একটি বালুর বাল্কহেড যাওয়ার সময় ঢেউয়ে আপন শারীরিক ভারসাম্য হারিয়ে তলিয়ে যান। সাথে থাকা তিন বন্ধু তীরে উঠলেও সৌমজিৎ সরকার আপন নিখোঁজ হন। তিনি পিতামাতার একমাত্র ছেলে সন্তান। তার ছোট একজন বোন রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়