প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ২০:৫৩
নিজগাছতলায় পুনরায় নিজ সম্পত্তি দখলে নিলেন রিপন খান

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজগাছতলা গ্রামের আউয়াল মাস্টারের মার্কেটের উত্তর পাশে ও চাঁদপুর-ফরিদগঞ্জ সড়ক সংলগ্ন ১৫ শতক সম্পত্তি পুনরায় দখলে নিয়েছেন পাওয়ারকৃত মালিক নিজগাছতলা গ্রামের মো. রিপন খান।
জানা যায়, সম্পত্তির মূল মালিক হচ্ছেন সায়েরা বেগম ও রহিমা বেগম। মৃত নুরজাহানের ওয়ারিশরা হচ্ছেন : মনির হোসেন, আরিফ হোসেন, রুমা আক্তার ও সুমি আক্তার। রিপন খান সম্পত্তি দখলে গেলে তাকে বাধা প্রদান করে। পরে রিপন খান তার চাচী সায়েরা বেগমের নিকট হতে পাওয়ার সূত্রে সম্পত্তির মালিক হয়ে সম্পত্তি নিজ দখলে নিয়ে নেন। এমনকি উক্ত সম্পত্তিতে
সাইনবোর্ড টানিয়ে দেন।
এ ব্যাপারে রিপন খান বলেন, আমি কাগজপত্র অনুযায়ী আমার সম্পত্তিতে দখলে ছিলাম। মাঝখানে উল্লেখিত ব্যক্তিরা তাদের সম্পত্তি বলে আমার সাথে ভেজাল করে। আমি এই সম্পত্তির সকল কাগজপত্র সংগ্রহ করে আমার সম্পত্তিতে সাইনবোর্ড টানিয়ে দিয়েছি। আমার নিকট উল্লেখিত দাগে সম্পত্তি পাওনা থাকলে সঠিক কাগজপত্র দেখাতে পারলে আমি সম্পত্তি ছেড়ে দিবো।