শুক্রবার, ০২ মে, ২০২৫  |   ২৫ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৫, ২১:৫৪

চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান

চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শনে প্রেস কাউন্সিল চেয়ারম্যান
অনলাইন ডেস্ক

চাঁদপুর প্রেসক্লাব পরিদর্শনে আসেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম।

রোববার (২৭ এপ্রিল ২০২৫) বিকেলে এ উপলক্ষে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদীর সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব (উপ-সচিব) মো. আব্দুস সবুর।

উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জি এম শাহীন, রিয়াদ ফেরদৌস, আল ইমরান শোভন, মাহবুবুর রহমান সুমন, সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম রনি, চৌধুরী ইয়াসিন ইকরাম, লাইব্রেরি সম্পাদক হাসান মাহমুদ, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার বার্তা সম্পাদক আহম্মদ উল্লাহ প্রমুখ।

বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান তাঁর বক্তব্যে বলেন, আজকে আমি চাঁদপুর প্রেসক্লাব ভবনটি দেখে খুবই আনন্দিত হয়েছি। ইনশাআল্লাহ আবার আমি এই প্রেসক্লাবে আসবো। আমরা অনেক সময় মনে করি, ঢাকার পরে সবই হচ্ছে মফস্বল, কিন্তু বিষয়টি তা নয়। একটি জেলাকে নেতৃত্ব দিচ্ছে একটি প্রেসক্লাব। প্রেসক্লাবটির পরিবেশ দেখে আমি এতোই আনন্দিত হয়েছি যে, আগে জানলে আজকে সাংবাদিকদের নিয়ে সার্কিট হাউসে যে প্রশিক্ষণ কর্মশালা হয়েছে তা আমি প্রেসক্লাবের মধ্যেই দিতাম। তিনি আরো বলেন, আমাকে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশ প্রেস কাউন্সিলের দায়িত্ব দিয়েছে। আমি চেষ্টা করবো সাংবাদিকদের জন্যে কিছু করার।

তিনি আরো বলেন, আজকে এখানে এসে জানতে পারলাম এই প্রেসক্লাবের একজন সদস্য মারা গেলে তার পরিবারকে দুই লক্ষ টাকা অনুদান দেয়া হয়। আমাদের বিচারপতি মারা গেলে আমরা এক লক্ষ টাকা অনুদান দিয়ে থাকি। কিন্তু চাঁদপুর প্রেসক্লাবের কার্যক্রম আমাদের থেকেও এগিয়ে। আমি এই প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। আমরা সাংবাদিক ও সংবাদপত্রের স্বাধীনতার জন্যে কাজ করছি । এ জন্যে সাংবাদিকদের সহযোগিতা চাই ।

সভার শুরুতেই বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম ও উপ-সচিব মো. আব্দুস সবুরকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ নেতৃবৃন্দ ।

সবশেষে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিমের হাতে চাঁদপুর প্রেসক্লাবের গঠনতন্ত্র ও সাধারণ সম্পাদক কাদের পলাশের লিখিত বই তুলে দেয়া হয় ।

ক্যাপশান : চাঁদপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি একেএম আব্দুল হাকিম ও উপ-সচিব মো. আব্দুস সবুরকে ফুলেল শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক কাদের পলাশসহ অন্য নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়