রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৬

হাজীগঞ্জে আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান

হাজীগঞ্জে আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান
কামরুজ্জামান টুটুল

হাজীগঞ্জে আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশনের মেধা বৃত্তি প্রদান করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল ২০২৫) দুপুরে উপজেলার রামপুর বাজারস্থ আল বান্না বালিকা উচ্চ বিদ্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে বৃত্তিপ্রাপ্ত ১২০ জন শিক্ষার্থীর হাতে সনদ, প্রাইজমানি ও উপহার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান।

আলহাজ্ব আবদুল হালিম তালুকদার ফাউন্ডেশন ও আল বান্না বালিকা উচ্চ বিদ্যলয়ের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা নজরুল ইসলাম তালুকদারের সভাপ্রধানে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, ফাউন্ডেশনের দাতা সদস্য বাবর উদ্দিন জসিম, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. তুহিন হায়দার ও সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।

আলহাজ্ব আবদুল হালিম ফাউন্ডেশনের আয়োজনে ২০০৫ সাল থেকে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া শিক্ষার্থীদের পরীক্ষার মাধ্যমে বৃত্তি দেয়া হচ্ছে। এ বছর ৪৬৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ১২০ জন উত্তীর্ণ হয়। উত্তীর্ণদের মধ্যে ফলাফল অনুসারে ট্যালেন্টপুল, দ্বিতীয় গ্রেড ও সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফাউন্ডেশনের পরীক্ষা নিয়ন্ত্রক ও আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাহজাহান। অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন খোকন, আল-বান্না মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউসুফ পাটওয়ারী, বলাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার ও বেতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সায়েদুল বাসার জুয়েল ও শিক্ষার্থী মারিয়াম আক্তার মিনহা। পবিত্র কোরআন মাজিদ থেকে তেলাওয়াত করেন শিক্ষার্থী লামিয়া আক্তার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সেক্রেটারী হুমায়ুন কবির তালুকদারসহ অন্য অতিথিবৃন্দ, শিক্ষক, বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়