প্রকাশ : ২৬ এপ্রিল ২০২৫, ১৯:৪৮
জেলা বিএনপি'র র্যাফেল ড্র
১ম পুরস্কার পেলেন বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি

চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৫ এপ্রিল ২০২৫) রাতে হাসান আলী হাই স্কুল মাঠে র্যাফেল ড্র'র প্রথম বিজয়ী (নং-৩৭৭৪) ১নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি'র সভাপতি সেলিম মিয়াজীর হাতে ফ্রিজ তুলে দেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্লা সেলিম ও শহর বিএনপির আহ্বায়ক আক্তার মাঝির পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ সহ চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
ঐদিন সন্ধ্যা থেকে হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে জেলা জাসাসের আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন চাঁদপুর জেলা শহরের ১৭ টি সাংস্কৃতিক সংগঠন। অনুষ্ঠানে শিল্পীদের গান ও নৃত্য উপভোগ করেন নেতা-কর্মী সহ দর্শনার্থীরা।