প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১৮:৩৫
ফরিদগঞ্জে আকাশচুম্বী বিদ্যুৎ বিলে গ্রাহকের মাটিচাপা ভোগান্তি

ফরিদগঞ্জে এপ্রিল ২০২৫ মাসের পল্লী বিদ্যুতের অস্বাভাবিক বিলে দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ গ্রাহকরা। হঠাৎ করে কয়েক গুণ বেশি বিল আসায় হতবাক হয়ে পড়েছেন নিম্ন আয়ের পরিবারগুলো।
বৃহস্পতিবার (২৪ এপ্রিল ২০২৫) ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসে গিয়ে দেখা যায়, একাধিক গ্রাহক বিল সংশোধনের দাবিতে ভিড় করেছেন। তাদের মধ্যে আবুল কালাম আজাদ, ছকিনা, মনোয়ারা, রাকিবসহ অনেকে অভিযোগ করেন, পূর্বে যেখানে তাদের মাসিক বিদ্যুৎ বিল ৪-৫ শত টাকা আসতো, সেখানে এবার ১৭০০ থেকে ২০০০ টাকা এমনকি কারো কারো ক্ষেত্রে ১০ হাজার টাকা পর্যন্ত এসেছে।
গ্রাহকদের অভিযোগ, সঠিকভাবে মিটার রিডিং না তোলার কারণে এই অস্বাভাবিক বিল হয়েছে। তাদের দাবি, নিয়ম মেনে মিটার রিডিং করলে এমন পরিস্থিতির সৃষ্টি হতো না।
এ বিষয়ে ফরিদগঞ্জ পল্লী বিদ্যুৎ অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. নাজির উল্লাহ বলেন, “এপ্রিল মাসে বিদ্যুৎ ব্যবহারের পরিমাণ বেড়েছে। চলতি মাসে ৯৫ লাখ কিলোওয়াট বিদ্যুৎ পিডিবি থেকে পারচেজ করা হয়েছে, যা গত আড়াই বছরে সর্বোচ্চ। ফলে ব্যয় বেশি হওয়ায় বিলও তুলনামূলক বেশি এসেছে।” তিনি আরও বলেন, “এখানে ১ লাখ ২ হাজার গ্রাহক রয়েছে। এতো বিপুল সংখ্যক গ্রাহকের মধ্যে বিচ্ছিন্ন কিছু সমস্যা হতে পারে। তবে বর্তমানে মিটার রিডিংয়ের প্রক্রিয়ায় তেমন কোনো গড়বড় নেই।”
অস্বাভাবিক বিদ্যুৎ বিল নিয়ে ক্ষুব্ধ গ্রাহকরা দ্রুত সমস্যার সমাধানে কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন।