শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৫, ১১:৪৩

সামান্য বৃষ্টিতেই ডুবে যায় সড়ক

প্রফেসরপাড়ায় সড়কে ১৭ বছর ধরে জনভোগান্তি!

প্রফেসরপাড়ায় সড়কে ১৭ বছর ধরে জনভোগান্তি!
অনলাইন ডেস্ক

চাঁদপুর শহরের অন্যতম ঘনবসতিপূর্ণ এলাকা প্রফেসর পাড়া। এ এলাকার মাঝি বাড়ির সন্নিকটে তপাদার বাড়ি ও ঢালী বাড়ি সংলগ্ন সড়কে দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা লেগে আছে। সামান্য বৃষ্টি হলেই এ এলাকায় হাঁটু পানি হয়। ফলে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে কোমলমতি শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে।

স্থানীয়রা জানান, এই রাস্তা দিয়ে প্রায় দুশ’ পরিবার চলাচল করে। যার মধ্যে রয়েছে কাদির শেখ বাড়ি, মিজি বাড়ি, গাজী বাড়ি ও দর্জি বাড়ির মতো পুরানো বাড়ি। এছাড়া এই সড়কের পাশেই একটি কবরস্থান রয়েছে, যা প্রায়সময়ই বৃষ্টির পানির নিচে তলিয়ে যায়। কবরস্থানের এমন অবস্থা স্থানীয়দের মাঝে ক্ষোভের জন্ম দিয়েছে।

স্থানীয় বাসিন্দা মহসিন তপাদার জানান, বৃষ্টি হলে রাস্তায় হাঁটা যায় না। ঘর থেকে বের হওয়া যায় না। স্কুলের বাচ্চাদের ময়লা পানিতে পা ডুবিয়ে স্কুলে যেতে হয়। মাঝে মাঝে প্যারালাইসিস রোগী বা বৃদ্ধ মানুষদের চলাচল নিয়েও সমস্যা হয়। এখানের কবরস্থানটিও পানির নিচে তলিয়ে থাকে। এ এলাকা বিএনপির ঘাঁটি বলে পরিচিত হওয়ায় গত ১৭ বছর এখানে পৌরসভার কোনো কাজ হয়নি।

স্থানীয়দের পরামর্শ, এই জলাবদ্ধতা নিরসনে এখানে জরুরি ড্রেনের ব্যবস্থা দরকার। মাত্র একশ’ গজের মধ্যেই পৌরসভার ড্রেন আছে। কিন্তু সেই ড্রেনে পানি সরানোর কোনো সংযোগ নেই। পৌর কর্তৃপক্ষ সদয় হলেই এই জলাবদ্ধতা থেকে মুক্তি মিলতে পারে। গত ১৭ বছর ধরেই এখানে জলাবদ্ধতা হচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়