প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১৫:৪৭
গাজায় গণহত্যা বন্ধে হাজীগঞ্জে সহস্রাধিক শিক্ষার্থীর মানববন্ধন

ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে সহস্রাধিক স্কুল শিক্ষার্থী মানববন্ধন করেছে। বুধবার (২৩ এপ্রিল ২০২৫) সকালে চাঁদপুর- কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের পাশে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে গাজাতে চলমান গণহত্যার নিন্দা ও হত্যা বন্ধে স্লোগান দেয়া হয়। প্ল্যাকার্ড হাতে মানববন্ধনে অংশ নেয় শিক্ষার্থীরা।
আধা ঘন্টাব্যাপী মানববন্ধনে শিক্ষার্থীদের সাথে অংশ নেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, ম্যানেজিং কমিটির সদস্য সাইফুল ইসলাম মীর, সিনিয়র শিক্ষক মাওলানা জাকির হোসেন, বেগম নূরে হাসনা, শরীফুল ইসলাম, শাহাদাত হোসেন, মো. ইলিয়াস হোসেন প্রমুখ।
ক্যাপশন: ফিলিস্তিনে বর্বর গণহত্যার প্রতিবাদে মানববন্ধন করছে হাজীগঞ্জের বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী । ছবি : চাঁদপুর কণ্ঠ।