বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |   ২৮ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ২১:২১

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে মাহবুবের রহমানের যোগদান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে মাহবুবের রহমানের যোগদান
মাহবুব আলম লাভলু

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে যোগদান করেছেন অতিরিক্ত সচিব মো. মাহবুবের রহমান। তিনি ১৮তম বিসিএস-এর একজন কর্মকর্তা।

গত ১৭ এপ্রিল ২০২৫ তারিখে তিনি এ পদে যোগদান করেন। এর আগে ১৫ এপ্রিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে বদলিপূর্বক প্রেষণে পদায়নের জন্যে প্রজ্ঞাপন জারি করেন জনপ্রশাসন মন্ত্রণালয়।

পারিবারিক ও ব্যক্তিগত সূত্রে জানা গেছে, মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার কলাকান্দা গ্রামের সম্ভ্রান্ত্র মুসলিম পরিবারের সন্তান মো. মাহবুবের রহমান। তিনি মো. নুরুল হক খান ও ফিরোজা বেগম দম্পতির কনিষ্ঠ পুত্র।

তিনি ১৮তম বিসিএস (প্রশাসন) পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৯৯৯ সালের ২৫ জানুয়ারি চাকুরিতে যোগদান করেন। বিগত ২৬ বছরের কর্মজীবনে সরকারের বিভিন্ন অর্পিত দায়িত্ব পালন করেন নিভৃতচারী এই মানুষটি।

১৯৮৩ সালে ছেংগারচর (বর্তমানে সরকারি) উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৮৫ সালে চাঁদপুর সরকারি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। শিক্ষাজীবনের প্রতিটি স্তরে মেধাবী শিক্ষার্থী হিসেবে সরকারি বৃত্তি নিয়ে পড়াশোনা শেষ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়