বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫  |  
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫, ১৯:৫৩

ফরিদগঞ্জে পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

ফরিদগঞ্জে পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা
প্রবীর চক্রবর্তী

৩২ পৌরসভা পানি সরবরাহ ও মানববর্জ্য ব্যবস্থাপনাসহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় ফরিদগঞ্জে তিনদিনব্যাপী কর্মশালা শুরু হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল ২০২৫) কর্মশালার উদ্বোধন করেন ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এআরএম জাহিদ হাসান।

তিনি বলেন, পৌরসভার নাগরিকদের সেবা প্রদানের জন্যে সরকার ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা নানাবিধ প্রকল্প প্রদান করে। এর অন্যতম লক্ষ্য আমাদের এসডিজি নির্দিষ্ট সময়ের মধ্যে অর্জন। এ প্রকল্পের আওতায় ফরিদগঞ্জ পৌরসভা অন্তর্ভুক্ত হয়েছে--এটা আমাদের জন্যে আশার কথা। কিন্তু প্রকল্প বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষের সাথে সাথে পৌরবাসীকে এগিয়ে আসতে হবে। নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করা গেলে এবং মানববর্জ্যের ব্যবস্থাপনা ও আধুনিকীকরণ করা গেলে আমাদের বিভিন্ন পানিবাহিত রোগে আক্রান্তের হার অনেক হ্রাস পাবে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও ফরিদগঞ্জ পৌরসভার আয়োজনে ফরিদগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে এই কর্মশালায় বিভিন্ন ওয়ার্ডের শিক্ষক, ইমামসহ বিভিন্ন পেশাজীবী লোকজন অংশগ্রহণ করেন।

বক্তব্য রাখেন ও প্রেজেন্টেশন উপস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শেখ ফরিদ উদ্দিন, সোশ্যাল ডেভেলপমেন্ট অফিসার মোহাম্মদ বাবুল আক্তার ও প্রকল্পের সহকারী প্রকৌশলী এইচ এম শাহীন। কর্মশালায় বক্তব্য রাখেন ফরিদগঞ্জ পৌরসভা নির্বাহী প্রকৌশলী আব্দুল কাদের, পৌর নির্বাহী কর্মকর্তা শাহ আবু সুফিয়ান, প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ, সাবেক পৌর কাউন্সিলর সোহেল হোসেন, আমিন মিজি, ফরিদগঞ্জ বাজার ব্যবসায়ী কমিটির সাধারণ সম্পাদক মিজানুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়