প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৬:৪৯
নিরাপদ অভিবাসন ইস্যুতে 'অনন্যা'র পথনাটক

জেনে-বুঝে বিদেশে গেলে/অর্থ সম্মান দুই-ই মেলে' এমন প্রতিপাদ্যে নিরাপদ অভিবাসন ইস্যুতে সচেতনতামূলক পথনাটক অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ এপ্রিল ২০২৫) দুপুরে চাঁদপুর শহরে
সিসিডিএ'র আয়োজনে ও চাঁদপুর অনন্যা নাট্যগোষ্ঠীর ব্যবস্থাপনায় এই পথনাটকটি গানে গানে জমিয়ে তোলেন অনন্যার শিল্পীবৃন্দ।
এ সময় সেখানে বহু মানুষের ভিড় জমে যায়।এ নাটকের মাধ্যমে ফ্রি ভিসার ফাঁদে পড়ে কীভাবে মানুষ প্রতারিত হয় তা দেখানো হয়।
নাটকে নৃত্যের তালে তালে গান পরিবেশন করেন অভিনয়-শিল্পী জসীম মেহেদী, মো. আলমগীর, সাদ্দাম হোসেন, বিরেন সাহা ও রশিদ বয়াতি।