মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২১ এপ্রিল ২০২৫, ১৬:৩৭

হারিয়ে যাওয়া সাত মুঠো ফোন উদ্ধার করলো ফরিদগঞ্জ থানা পুলিশ

হারিয়ে যাওয়া সাত মুঠো ফোন উদ্ধার করলো ফরিদগঞ্জ থানা পুলিশ
প্রবীর চক্রবর্তী

হারিয়ে যাওয়া উল্লেখযোগ্য সংখ্যক মুঠোফোন উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে পৌঁছে দিলো ফরিদগঞ্জ থানা পুলিশ। সোমবার (২১ এপ্রিল ২০২৫) বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম।

থানা পুলিশ সূত্র জানায়, ফরিদগঞ্জ উপজেলায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মুঠোফোনের বিষয়টি দায়েরকৃত জিডি মোতাবেক দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এএসআই শাকিল রানা উদ্ধার করেছেন। তিনি তথ্য ও প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের ৭টি মুঠোফোন উদ্ধার করতে সমর্থ হন । পরবর্তীতে রোববার (২০ এপ্রিল ২০২৫) সাতজন প্রকৃত মালিকের হাতে তা তুলে দেয় থানা কর্তৃপক্ষ।

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম জানান, থানা পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে মোবাইল ফোন সেটগুলো উদ্ধারে সফলতা অর্জন করে। পরবর্তীতে তা প্রকৃত মালিকের হাতে তুলে দেয়া হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়