সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ২১:৪৭

হাজীগঞ্জে মেলার আয়োজন নিয়ে উপজেলা ও পৌর বিএনপির ব্যাখ্যা

হাজীগঞ্জে মেলার আয়োজন নিয়ে উপজেলা ও পৌর বিএনপির ব্যাখ্যা
হাজীগঞ্জ ব্যুরো

গত শনিবার (১৯ এপ্রিল ২০২৫) হাজীগঞ্জ কুটির শিল্প পণ্য মেলা সংক্রান্ত উপজেলা ও পৌর বিএনপির সংবাদ সম্মেলন নিয়ে বক্তব্য দিয়েছেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. ইমাম হোসেন। রোববার (২০ এপ্রিল ২০২৫) তিনি উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে বিভিন্ন গণমাধ্যমকে ফের বক্তব্য প্রদান করেন।

তিনি বলেন, হাজীগঞ্জে যে কুটির শিল্প পণ্য মেলা অনুষ্ঠিত হবে, তার সাথে উপজেলা ও পৌর বিএনপি সম্পৃক্ত নয় এবং উপজেলা ও পৌর বিএনপি এই মেলার বিপক্ষেও না। মেলাকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার পরীক্ষার্থী ও ব্যবসায়ীরা যাতে কোনো ক্ষতির শিকার না হয় সে বিষয়টি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী দেখবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার হাজীগঞ্জ বাজারস্থ চৌরাস্তা মোড় সংলগ্ন স্থানে কাজী এন্টারপ্রাইজের ব্যানারে কুটির শিল্প পণ্য মেলার অবকাঠামো নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। এই মেলা নিয়ে উপজেলা ও পৌর বিএনপির পক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আলহাজ্ব মো. ইমাম হোসেন।

সংবাদ সম্মেলনের বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। আর এ কারণে আলহাজ্ব মো. ইমাম হোসেন বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি দূর করতে ফের গণমাধ্যমে বক্তব্য প্রদান করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়