সোমবার, ২১ এপ্রিল, ২০২৫  |   ২৯ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১৫:০১

পুকুর খনন করার সময় মিললো আগ্নেয়াস্ত্র

পুকুর খনন করার সময় মিললো আগ্নেয়াস্ত্র
ফরিদগঞ্জ ব্যুরো

ফরিদগঞ্জে পুকুর খনন করার সময় মিললো ১টি আগ্নেয়াস্ত্র। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেই অস্ত্রটি উদ্ধার করেছে। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) চর বড়ালী গ্রামে শচীন্দ্র চন্দ্র দেবনাথ মাস্টারের বাড়ির পুকুর করার সময় এ ঘটনা ঘটে। উদ্ধারকৃত অস্ত্রটি থ্রি নট থ্রি রাইফেল বলে নিশ্চিত হওয়া গেছে।

শচীন্দ্র চন্দ্র দেবনাথ বলেন, আমি মাটি কাটার শ্রমিক দিয়ে পুকুর থেকে মাটি উত্তোলন করার সময় দুপুরে শ্রমিকরা অস্ত্রটি দেখতে পেয়ে আমাকে জানায়। পরে আমি নিজেই পুলিশকে খবর দিলে এসআই মো. রকিব উদ্দিন ভুইয়ার নেতৃত্বে অন্যান্য পুলিশ সদস্যরা এসে অস্ত্রটি উদ্ধার করে নিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহ আলম বলেন, উদ্ধারকৃত অস্ত্রটি থ্রি নট থ্রি রাইফেল মডেলের। তবে অস্ত্রটির শুধু লোহার অংশ রয়েছে। কাঠের বাটের অংশটি নেই। ধারণা করা হচ্ছে, অনেক পুরানো অস্ত্রটি। আইনানুগ প্রক্রিয়া শেষে অস্ত্রটি পরীক্ষা নিরীক্ষা করা হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়