প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৮
গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ড
বহরিয়া বাজারে মালামালসহ ১১ দোকান পুড়ে গেছে

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারে গভীর রাতে লাগা আগুনে ১১টি দোকান মালামাল সহ পুড়ে গেছে। শনিবার (১৯ এপ্রিল ২০২৫) দিনগত রাত দেড়টার সময় ভয়াবহ এ আগুন লাগার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন। তিনি বলেন, ঘটনাস্থলে উপস্থিত হয়ে আমাদের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো বলা যাচ্ছে না।
|আরো খবর
বাজার ব্যবসায়ীরা জানান, কাপড়ের দোকান, খাবার হোটেল, স্বর্ণের দোকান, মাইক ও ব্যাটারীর দোকান, টেইলার্স, ফার্নিচারের দোকান সহ প্রায় ১১টি দোকান পুড়ে গেছে। এতে তাদের প্রায় কোটি টাকার উপরে দোকান সহ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, প্রথমে একজন সিএনজির ড্রাইভার দেখে যে বাজারে আগুন লাগছে। পরে বাজার থেকে ফোন করে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে বাজারে আগুন লেগেছে বলে খবর দেওয়া হয়। পাশাপাশি বহরিয়া বাজারে আগুন লাগার বিষয়টি মাইকিং করা হয়। পরে পুরাণবাজার, নতুন বাজার ও হাইমচর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট আগে পরে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভানোর কাজ শুরু করে এবং তা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
চাঁদপুর দক্ষিণ ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সামছুল আলম বলেন, আগুন লাগার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা বলেন, কাঠের দোকান, ফার্নিচার, ওষুধ, কাপড়ের দোকানসহ মোট ১৩টি দোকান পুড়ে গেছে। তবে পূর্ণাঙ্গ তদন্ত করার পর প্রকৃত ঘটনা জানা যাবে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। এতে প্রায় দুই কোটি টাকার মালামাল ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লক্ষ্মীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ভূইয়া ও সাধারণ সম্পাদক শহীদ বেপারী, চাঁদপুর জেলা ওলামা দলের সাধারণ সম্পাদক হাফেজ জাকির হোসেন মৃধা সহ বিএনপি ও অঙ্গ- সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করে ব্যবসায়ীদেরকে সান্ত্বনা দেন।