রবিবার, ২০ এপ্রিল, ২০২৫  |   ২৭ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইউসুফ গাজী গ্রেফতার

প্রকাশ : ১৯ এপ্রিল ২০২৫, ২০:৩১

হাইমচরে সুফিয়া'স লিগ্যাসি ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান

হাইমচরে সুফিয়া'স লিগ্যাসি ফাউন্ডেশনের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান
মো. সাজ্জাদ হোসেন রনি

হাইমচর উপজেলার ২নং আলগী দুর্গাপুর উত্তর ইউনিয়নের কমলাপুর গ্রামে সুফিয়া'স লিগ্যাসি ফাউন্ডেশনের উদ্যোগে গত এক বছর ধরে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করা হচ্ছে।

শনিবার (১৯ এপ্রিল ২০২৫) দুপুর ১২টায় সরজমিনে কমলাপুর গ্রামের শাহাবুদ্দিন পাটওয়ারী বাড়ির সুফিয়া স্বাস্থ্য সেবা কেন্দ্রে গিয়ে দেখা যায়, সকাল থেকেই এলাকার রোগীরা ডাক্তার দেখানোর জন্যে ভিড় করে আছেন। সেখানে আগত রোগীদেরকে সিরিয়াল অনুযায়ী মেডিসিন ও গাইনি বিশেষজ্ঞ দুজন ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কমলাপুর গ্রামের বাসিন্দা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর ছোট ভাই আমেরিকা প্রবাসী মোহাম্মদ মাসুদ পাটোয়ারীর ব্যক্তিগত উদ্যোগে এই স্বাস্থ্যসেবা কার্যক্রম শুরু হয়। মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সার্বিক সহযোগিতায় ও পরিচালনায় পরিবার এই মহতী উদ্যোগটি বাস্তবায়ন করছে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ এক বছর ধরে উত্তর আলগী ইউনিয়নের বিভিন্ন এলাকার রোগীরা এই কেন্দ্রে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধপত্র গ্রহণ করছে।

এলাকাবাসী বলছে, এই উদ্যোগের ফলে এলাকার দরিদ্র ও অসহায় মানুষজন উপকৃত হচ্ছেন এবং স্বাস্থ্যসেবা তাদের হাতের নাগালে পৌঁছে যাচ্ছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়