প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৫, ২১:২৬
নতুন দায়িত্বপ্রাপ্তদের অধীনে শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে বাউবি পরীক্ষা অনুষ্ঠিত

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শান্তিপূর্ণ ও সুষ্ঠু পরিবেশে বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) সকালে প্রথম বর্ষের ইংরেজি প্রথমপত্র ও বিকেলে দ্বিতীয় বর্ষের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা শুরুর এক ঘন্টা পূর্বে উপস্থিত হন বাংলাদেশের উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কুমিল্লা অঞ্চলের উপ-পরিচালক একেএম কবির হোসেন। দু' বেলার পরীক্ষা পরিদর্শন শেষে তিনি সন্তোষ প্রকাশ করেন। ১১ এপ্রিল শুক্রবার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষায় অনিয়মের অভিযোগে পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে থাকা সকলকে অব্যাহতি দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা। এরপর থেকে নতুন দায়িত্ব পাওয়া কর্মকর্তাগণ পরীক্ষা পরিচালনা করে আসছেন। ১৮ এপ্রিল শুক্রবার সকালে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ২৮ জন শিক্ষার্থী অংশ নেয়। গত সপ্তাহে অংশগ্রহণ করেছিল ৩৪ জন শিক্ষার্থী। বিকেলে দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেয় ২৬ জন শিক্ষার্থী। গত সপ্তাহে সরাসরি অংশগ্রহণ করে ২৭ জন শিক্ষার্থী। কিন্তু হাজিরা খাতায় স্বাক্ষর দেখানো হয়েছে ৩০জনের। এ বিষয়টি জানাজানি হলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে দায়িত্বপ্রাপ্ত সকলকে অব্যাহতি দেয়া হয়।
কেন্দ্রে নতুন করে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশরাফ খান জানান, ১১ এপ্রিল রাতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানা আমাকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেন। তিনি জানান, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ শাহজাহান দায়িত্ব পালন করছেন। এছাড়া নতুন করে দু'জন শিক্ষককে কক্ষ পরিদর্শকের দায়িত্ব দেয়া হয়েছে। তাঁরা হলেন সহকারী শিক্ষক আনোয়ার হোসেন ও ওমর শরীফ। কেন্দ্রে চতুর্থ শ্রেণীর কর্মচারীকে পরিবর্তন করে মোস্তফা কামালকে দায়িত্ব দেয়া হয়েছে । জানা গেছে, এবারের পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ছিল ৫৭ জন। কিন্তু পরীক্ষায় অংশ নিচ্ছেন (১৮ এপ্রিল) ২৬ জন।