প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ২১:০৬
জেলা পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড

বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) চাঁদপুর জেলা পুলিশের আয়োজনে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ ফেব্রুয়ারি ২০২৫ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।
এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আব্দুল হান্নান রনি, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল, অতিরিক্ত দায়িত্বে কচুয়া সার্কেল), মো. খায়রুল কবীর,
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন সাঈদী, শারমিন রহমানসহ জেলা পুলিশের অন্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।