প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:১৫
বাংলা নববর্ষ ১৪৩২ বরণ
চাঁদপুর জেলা বিএনপির জমজমাট আয়োজনের আজ সমাপনী

বাংলা নববর্ষ ১৪৩২ বঙ্গাব্দ উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির চার দিনের কর্মসূচি আজ শেষ হচ্ছে। কর্মসূচির ৪র্থদিন আজ ৪ বৈশাখ, ১৭ এপ্রিল ২০২৫ খ্রি. বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন খেলায় অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সবশেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। এ বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে চাঁদপুর জেলা, পৌর, উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে চাঁদপুর হাসান আলী হাইস্কুল মাঠে উপস্থিত থাকার জন্যে বলা হয়েছে। বাংলা নববর্ষ ১৪৩২ বরণ উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর জেলা বিএনপি বর্ণাঢ্য র্যালি ও শোভাযাত্রার আয়োজন করে। সোমবার (১৪ এপ্রিল ২০২৫) পহেলা বৈশাখ শুভ নববর্ষ ১৪৩২ কে স্বাগত জানিয়ে জেলা, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যােগে এই কর্মসূচি পালিত হয়। এরপর গত দুদিন শহরের হাসান আলী হাই স্কুল এবং পুরাণবাজার মধুসূদন হাই স্কুল মাঠে গ্রামীণ খেলাধুলা হয়ে আসছে।।ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিল হাডুডু, ফুটবল, দৌড়, দীর্ঘ লাফ, বালিশ ছোড়া, রশি টানাটানি, সাঁতার, হাঁড়িভাঙ্গা, সুঁই সুতা গাঁথা প্রতিযোগিতা। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এ প্রতিযোগিতায় অংশ নেয়। চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্যাহ সেলিমসহ জেলা নেতৃবৃন্দ জমজমাট এসব আয়োজনে উপস্থিত ছিলেন। প্রতিটি আয়োজনে বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো।