শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ২৩:১৩

কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা

কুমিল্লা আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা
অনলাইন ডেস্ক

বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতির বিশেষ সাধারণ সভা ও জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যকরী কমিটিকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেল ৩টায় কুমিল্লা জেলা আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় ৭নং হল রুমে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পবিত্র কোরআন তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন শেষে প্রয়াত আইনজীবী সহকারীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এতে বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কুমিল্লা জেলা শাখার সভাপতি মো. নুরুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. হোসেন মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- কুমিল্লার বিজ্ঞ সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মাহাবুবুর রহমান এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. ইয়াছির আরাফাত, কুমিল্লা জেলা পিপি অ্যাডভোকেট মো. কাইমুল হক রিংকু, জেলা জিপি অ্যাডভোকেট মো. তারেক আব্দুল্লাহ, জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ, সাধারণ সম্পাদক এডভোকেট খন্দকার মিজানুর রহমান ও এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ সফিউল্লাহ, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোহাম্মদ নুরু মিয়া ও সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন কুমিল্লা মুরাদনগর সহকারী জজ ও জার্জ ইনচার্জ এ.এইচ.এম. রায়হান চৌধুরী, বাংলাদেশ আইনজীবী সহকারী সমিতি কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি মো. এমদাদ হোসেন, সহ-সভাপতি মো. আবুল খায়ের খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আবু তাহের (কালন) ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইউসুফ প্রমুখ।

অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিরা হলেন : কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট মো. সহিদ উল্লাহ, সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, সহ-সভাপতি অ্যাডভোকেট মো. এরশাদুর রহমান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খন্দকার মিজানুর রহমান, সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজী মো. নজরুল ইসলাম মানিক, ট্রেজারার অ্যাডভোকেট মো. মুজিবুল ইসলাম ভূঁইয়া, লাইব্রেরী সেক্রেটারি অ্যাডভোকেট মো. মোশাররফ হোসেন পাখী, এনরোলমেন্ট সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ সফিউল্লাহ, আইটি সেক্রেটারি অ্যাডভোকেট এ. এস. এম. সাইফুল ইসলাম ও রিক্রিয়েশন সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম এবং মেম্বার অব দি ম্যানেজিং কমিটির সদস্য অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট মো. মাসুদ আলম, অ্যাডভোকেট মোহাম্মদ সলিমুল্লাহ খান, অ্যাডভোকেট মোহাম্মদ শরীফ হোসেন ও অ্যাডভোকেট মো. ওবায়েদ উল্লাহ সরকার।

বক্তারা বলেন, আইনজীবী সহকারীদের নির্ধাতির পোশাক ও আইডি কার্ড পরিধান করে পেশাগত দায়িত্ব পালন করলে লাইসেন্স বিহীন আইনজীবী সহকারী নামধারী টাউটদের চিহ্নিত করা সম্ভব। আইনজীবী ও আইনজীবী সহকারীরা একে অপরের পরিপূরক। তাই আপনারা (আইনজীবী সহকারী) এমন কোনো কাজ করবেন না যেন বিচারপ্রার্থী জনগণ প্রতারিত কিংবা হয়রানির শিকার হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়