প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ২০:৫৭
মদনেরগাঁওয়ে হামলায় ৪ নারী আহত
ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা ইউনিয়নের মদনেরগাঁও গ্রামে প্রতিপক্ষের হামলায় মা মেয়েসহ ৪জন আহত হয়েছে।
ঘটনাটি ঘটেছে বুধবার (১৬ এপ্রিল ২০২৫) সকালে।
আহতদের সূত্রে জানা যায়, মৃত আব্দুল কাদির গাজীর পরিবার নিজেদের বসতঘরের সামনে পুকুরে ঘাটলা নির্মাণ করার জন্যে রাজ মিস্ত্রি দিয়ে কাজ শুরু করেন। এ সময় মোক্তার পাঠান তার জায়গা বলে ঘাটলা নির্মাণ কাজ বন্ধ করার জন্যে দৌড়ে এসে গালমন্দ শুরু করেন। হঠাৎ কিছু না বলেই মোক্তার পাঠান ও তার ছেলে বায়েজিদ পাঠানের হাতে থাকা দেশীয় অস্ত্র দিয়ে মৃত আবদুল কাদির গাজীর স্ত্রী মাহফুজা বেগম (৫৫), মেয়ে মরিয়ম বেগম (৩০), আমেনা (২৪) ও তানজিলা (২১)কে এলোপাতাড়ি বেদম মারধর করে। এতে মাহফুজা বেগম মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পান। মরিয়ম বেগমের হাত ভেঙ্গে যায়। আমেনা ও তানজিলার শরীরের নীলা ফুলা জখম হয়। আহতদের ডাক চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করে। এর মধ্যে মরিয়ম বেগমকে উন্নত চিকিৎসার জন্যে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। আমেনা ও তানজিলাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
উল্লেখ্য, মোক্তার পাঠান ও তার ছেলে বায়েজিদ পাঠান আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের নেতা-কর্মীদের সাথে থেকে প্রভাব বিস্তার করে মানুষের ওপর জোর জুলুম করেছে।
বর্তমানে আহতদের পরিবার যাতে মামলা না করে সে জন্যে মোক্তার পাঠান হুমকি দিয়ে চলছে।