প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১৯:৫৮
বর্ষবরণে সংগীত নিকেতনের বর্ণাঢ্য আয়োজন

নতুন বছরের প্রথম প্রভাতে "এসো হে বৈশাখ এসো, এসো..." সমবেত সঙ্গীত গেয়ে বর্ষবরণ করলো সংগীত নিকেতন।
এ উপলক্ষে পহেলা বৈশাখ সোমবার ভোর সাড়ে ৬টায় চাঁদপুর শহরের সংগীত নিকেতন মিলনায়তনে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের অধ্যক্ষ স্বপন সেনগুপ্ত।
বিমল চন্দ্র দে ও বাবুল চক্রবর্তীর সঞ্চালনায় এবং কণ্ঠশিল্পী বিচিত্রা সাহা ও রিয়া চক্রবর্তীর সংগীত পরিচালনায় "প্রভাতের সাথে সাথে বিমল প্রভাতে মিলি একসাথে, নব আনন্দ জাগো" সমবেত সঙ্গীত গেয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। সংগীত ও নৃত্য পরিবেশন করেন শান্তি রক্ষিত, শংকর আচার্যী, রিয়া চক্রবর্তী, কনিকা চক্রবর্তী, পূরবী দে সিমান্ত, প্রান্তিক ভট্টাচার্য, সুমেধা পোদ্দার, বর্ণালি বৃন্দা, প্রত্যাশা বিশ্বাস, ঐশী দাস, অপূর্ণ দত্ত রিচি, মিতু মণ্ডল, পূজা পাল, অবন্তী চক্রবর্তী, রূপঞ্জালা সাহা প্রমুখ। যন্ত্র সঙ্গীত পরিচালনায় ছিলেন দীপক চক্রবর্তী। সাজসজ্জায় ছিলেন চিত্রাঙ্কন বিভাগের প্রধান অমল সেনগুপ্ত, শিক্ষক বিমল চন্দ্র দে, পলাশ সেনগুপ্ত ও পল্লব সেনগুপ্ত।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ শোভাযাত্রায় অংশগ্রহণ করেন সংগীত নিকেতনের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।