প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১৭:৩৪
স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর বর্ষবরণ অনুষ্ঠান

ঐতিহ্যবাহী পুরাণবাজারের স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠী পয়লা বৈশাখ বাংলা নববর্ষ উদযাপন করেছে। এ উপলক্ষে সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকাল ৯টা ৪৫ মিনিটে মধুসূদন উচ্চ বিদ্যালয় থেকে ‘বর্ষবরণ ১৪৩২’ বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । এরপর বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা। এরপরই সকালের অনুষ্ঠান শেষ করা হয়। বাংলা নববর্ষ উদযাপন আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন পুরাণবাজারের স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর সভাপতি কবি সাংবাদিক এমআর হারুন। পরিচালনা করেন সাধারণ সম্পাদক একে আজাদ ও সাংগঠনিক সম্পাদক বিপ্লব দাস কুট্টি।
দিনব্যাপী অনুষ্ঠানে বৈকালীন সময়ে বিদ্যালয়ের ভেতরের মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে এমআর হারুনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কবি ও সাংস্কৃতিক সংগঠক অ্যাড. মো. রফিকুজ্জামান রনি, সাহিত্যিক রবি মজুমদার, পুরাণবাজার জনতা ব্যাংকের ম্যানেজার বলাই সরকার, শিক্ষক কার্ত্তিক সরকার, সাহিত্যানুরাগী মিজানুর রহমান, প্রাক্তন শিক্ষক দুলাল, সাহিত্যানুরাগী মো. মুজিবুর রহমান, শিক্ষক লিটন দাস প্রমুখ।
বিকেলের অনুষ্ঠানে শুরুতেই স্বদেশ সাহিত্য ও সাংস্কৃতিক গোষ্ঠীর অধ্যক্ষ প্রয়াত মনোজ আচার্যীর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপরই প্রয়াত মনোজ আচার্যীর একমাত্র কন্যা মধুরিমা আচার্যীর কণ্ঠে বেজে উঠে "এসো হে বৈশাখ, এসো এসো" গানটি। কোরাস ও একক গানের পরই বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিশেষ করে সকালে র্যালি শুরুর আগে ফিলিস্তিনবাসীর জন্যে বিশেষ প্রার্থনা করা হয়। এমনকি ফিলিস্তিনের পতাকা নিয়ে ইসরাইলি হামলার প্রতিবাদ জানানো হয়।