প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৫, ১২:৪৭
জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম প্রসাদ চাকমার পরলোকগমন
চাঁদপুর জেলা প্রশাসকের শোক

চাঁদপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সদস্য ও চাঁদপুরের জেলা খাদ্য নিয়ন্ত্রক শ্যাম প্রসাদ চাকমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। এক শোক বার্তায় তিনি জানান, মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) বেলা দেড়টায় ক্যান্সার জনিত সমস্যায় চিকিৎসাধীন থাকাবস্থায় ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে শ্যাম প্রসাদ চাকমা মৃত্যুবরণ করেছেন। তিনি ১৯৬৬ সালে রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার মগবান গ্রামে জন্মগ্রহণ করেন।
চাঁদপুর জেলায় গত ০১/০২/২০২৪ তারিখে জেলা খাদ্য নিয়ন্ত্রক হিসেবে যোগদানের পর তিনি সরকারের খাদ্য বান্ধব কর্মসূচি বাস্তবায়নসহ খাদ্য বিভাগের অন্যান্য সকল কর্মসূচি বাস্তবায়নে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। জেলা প্রশাসন, চাঁদপুর- এর পক্ষ থেকে শ্যাম প্রসাদ চাকমার বিদেহী আত্মার চিরশান্তি ও কল্যাণ কামনাসহ তাঁর শোক সন্তপ্ত পারিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।