বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ২০:৫৪

মতলব উত্তরে চারদিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন

মাহবুব আলম লাভলু
মতলব উত্তরে চারদিনব্যাপী বৈশাখী মেলা উদ্বোধন

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ ফৈলাকান্দি যুবসমাজ ও এলাকাবাসীর আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে চারদিনব্যাপী বৈশাখী মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) এই মেলা উদ্বোধন করেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও মতলব উত্তর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর সরকার।

এ সময় তিনি বলেন, পয়লা বৈশাখ বাঙালির চিরায়ত ঐতিহ্য ও সর্বজনীন উৎসব। বাঙালির লোকসংস্কৃতির সাথে বাংলা নববর্ষ ওতপ্রোতভাবে জড়িত। তিনি আরো বলেন, বাঙালি আবহমানকাল থেকে এই উৎসব পালন করে আসছে। এ বছর মতলববাসী স্বতঃস্ফূর্তভাবে ও আনন্দঘন পরিবেশে এই উৎসবে অংশগ্রহণ করেছে। ঐতিহ্যবাহী এই সংস্কৃতিকে ধরে রাখতে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।

মেলা উদযাপন কমিটির সভাপতি তাজুল ইসলাম গাজীর সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইলিয়াস আলীর সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, উপজেলা বিএনপির সংস্কৃতি বিষয়ক সম্পাদক সোহেল পাটোয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপু, যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, আব্দুল আজিজ ইমন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আনিছুর রহমান মিয়াজী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি কামাল হোসেন, সভাপতি মমিনুল ইসলাম সরকার, সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন ও ছাত্রদলের সভাপতি গাজী রেহান উদ্দিন।

অনুষ্ঠানে মহিলা দলের নেত্রী ও মেলায় অংশগ্রহণকারী নারীদের অংশগ্রহণে চেয়ারে বসা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়