প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৫, ১৩:০০
বুধবার মতিউর রহমান গাজীর ৩০তম মৃত্যুবার্ষিকী
একটি মর্মান্তিক দিন, এক চিরন্তন অনুপ্রেরণা

বুধবার (১৬ এপ্রিল ২০২৫) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মৎস্য অধিদপ্তরের সাবেক গাড়িচালক মতিউর রহমান গাজীর ৩০তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৫ সালের এই দিনে তিনি সরকারি দায়িত্ব পালনকালে চট্টগ্রাম থেকে কক্সবাজার যাওয়ার পথে পটিয়া উপজেলার কমল মুন্সীরহাটের নিকটবর্তী এলাকায় সড়ক দুর্ঘটনায় শহীদ হন। ঘটনার দিন তৎকালীন মৎস্য ও পশু সম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের গাড়িবহরের অংশ হিসেবে সঙ্গে ছিলেন । পথিমধ্যে একটি দ্রুতগামী এস আলম পরিবহনের বাস বহরের একটি গাড়িকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই প্রাণ হারান মতিউর রহমান গাজী, বিটিভির উপ-সহকারী প্রকৌশলী হুজ্জাতুল ইসলাম, সিনিয়র উপ-সহকারী আবু তাহের ও চট্টগ্রামের তথ্য অধিদপ্তর (পিআইডি)-এর চিত্র সাংবাদিক চৌধুরী মনির হোসেন মুকুল। এছাড়া মৎস্য ও পশুসম্পদ মন্ত্রী আব্দুল্লাহ আল নোমানের পিআরও মোস্তফা কামাল, বিটিভির ক্যামেরাম্যান মোহাম্মদ হোসেন, বিটিভির স্টাফ আব্দুর রহিম ও আবু তালেব চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান।
|আরো খবর
দুর্ঘটনার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে মরদেহ শনাক্ত করেন আমার বড়ো ভগ্নিপতি সুলতান আহমেদ তালুকদার ও ফুফাতো ভাই মো. শাহজাহান মিজি। রাতেই মরদেহ চাঁদপুরে নিয়ে এসে রাত ১২টায় দাফন সম্পন্ন করা হয়। বাবার ইন্তেকালের ২৫ বছর পর মা ২০২০ সালের ৪ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। আমরা ৩ ভাই, ২ বোন। আমরা পুত্ররা আজ নিজ নিজ ক্ষেত্রে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত।আমার বড়ো ভাই মো. আনিসুর রহমান বাংলাদেশ পুলিশে কর্মরত, আমি মাও. মো. আবদুর রহমান গাজী মসজিদের ইমাম ও দৈনিক চাঁদপুর কণ্ঠের সিনিয়র স্টাফ রিপোর্টার এবং ছোট ভাই মোহাম্মদ আতাউর রহমান মামুন বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত।
দুই বোন মনোয়ারা আক্তার ও নাজলী আক্তার মুক্তা—দুজনেই আদর্শ গৃহিণী। তাঁদের স্বামী যথাক্রমে সুলতান আহমেদ তালুকদার ও মো. জাকির হোসেন গাজী, দুজনেই চাকুরিজীবী। বাবা আমাদের শিখিয়ে গেছেন মানবকল্যাণে কাজ করতে। তাঁর আদর্শেই আমরা এগিয়ে চলেছি। আমাদের প্রিয় বাবার আত্মত্যাগ আদর্শ ভবিষ্যৎ প্রজন্মের জন্যে পথনির্দেশ হয়ে থাকুক—এই আমাদের প্রত্যাশা। তাঁর মৃত্যু আমাদের হৃদয়ে গভীর শোক রেখে গেছে, কিন্তু তাঁর দেখানো পথই আমাদের অনুপ্রেরণা।
আমার বাবা-মা দুজনের নামের আনোয়ারা -মতিউর মডেল মাদরাসায় দিনব্যাপী ছবিনা খতম, বাদ আসর কবর জিয়ারত ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হবে। আত্মীয়স্বজন, পাড়া প্রতিবেশী সকলের উপস্থিতি কামনা করছি। তার সাথে তাদের আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের নিকট দোয়া প্রার্থনা করাছি। আল্লাহ তাঁদের জান্নাতের উঁচু মাকাম দান করুন। আমিন।