বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫  |   ২৬ °সে
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাইমচরে মাটি বোঝাই বাল্কহেডসহ আটক ৯
  •   কচুয়ায় কৃষিজমির মাটি বিক্রি করার দায়ে ড্রেজার, ভেকু ও ট্রাক্টর বিকল
  •   কচুয়ায় খেলতে গিয়ে আগুনে ঝলসে গেছে শিশু সামিয়া
  •   কচুয়ায় ধর্ষণের অভিযোগে যুবক শ্রীঘরে
  •   ১ হাজার ২৯৫ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২২:০০

চাঁদপুর প্রেসক্লাবে পয়লা বৈশাখে ব্যাপক আয়োজন

চাঁদপুর প্রেসক্লাবে পয়লা বৈশাখে ব্যাপক আয়োজন
অনলাইন ডেস্ক

ব্যাপক আয়োজনে চাঁদপুর প্রেসক্লাবে বাঙালির প্রাণের উৎসব পয়লা বৈশাখ তথা বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে পয়লা বৈশাখের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম।

চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাদের পলাশের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মো. মোশারফ হোসেন, বিএনপি নেত্রী নাইমা মোশারফসহ চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকগণ।

চাঁদপুর প্রেসক্লাবের বর্ষবরণ অনুষ্ঠানে প্রেসক্লাব সদস্যদের পরিবারবর্গ অংশগ্রহণ করেন। আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ও প্রেসক্লাব সদস্যদের পরিবার গ্রামীণ বাঙালি খাবার পরিবেশনে অংশ নেন।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বাঙালি জাতির সংস্কৃতি পয়লা বৈশাখ। এই সংস্কৃতিকে টিকিয়ে রাখতে হলে আমাদের তা ধারণ ও লালন করতে হবে। সাংবাদিকরা সংস্কৃতিকে গবেষণা করে প্রচার করার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়