প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২১:১০
মতলবে গভীর রাতে অগ্নিকাণ্ডে ৪টি ঘর পুড়ে গেছে

মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের লাকশিবপুর মিয়াজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ টি ঘর পুড়ে গেছে। রোববার (১৩ এপ্রিল ২০২৫) দিবাগত রাত পৌনে ১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে মো. আফিজউদ্দিনের ২টি বসত ঘর, ২টি ছোট ঘর এবং ১ টি রান্না ঘর পুড়ে গেছে। এতে আফিজউদ্দিনের প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
মো. আফিজউদ্দিন জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর ডাক চিৎকারে আশপাশের মানুষ এসে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে মতলব দক্ষিণ উপজেলার ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে আসে এবং আগুন নিয়ন্ত্রণে আনে।
মো. আফিজ উদ্দিনের বসত ঘর পুড়ে যাওয়ায় তিনি এখন নিঃস্ব হয়ে পড়েছেন। তিনি এ সংকট কাটিয়ে উঠার জন্যে প্রশাসনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন।