প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৫, ২০:০২
বাংলা নববর্ষবরণ
ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে ফরিদগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল ২০২৫) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে বাংলার ঐতিহ্যবাহী পোশাকে ও নানা উপকরণে সজ্জিত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব ছাড়াও শোভযাত্রায় ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, আদর্শ একাডেমি ফরিদগঞ্জ, কেরোয়া হোসনেয়ারা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, রূপসা আহাম্মদিয়া উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফরিদগঞ্জ বালিকা উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়, স্কাউটসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সহস্রাধিক শিক্ষার্থী বিভিন্ন সাজে শোভাযাত্রায় অংশগ্রহণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে ফরিদগঞ্জ আবিদুর রেজা মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, গাজীপুর মুসলিম উচ্চ বিদ্যালয়, কেরোয়া হোসনেয়ারা বেগম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ও ফরিদগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানপূর্ব আলোচনা সভায় ইউএনও সুলতানা রাজিয়ার সভাপতিত্বে ও আব্দুল্যাহ আল মামুনের পরিচালনায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এ আর এম জাহিদ হাসান, ওসি (তদন্ত) রাজীব চক্রবর্তী, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম মোহাম্মদ আলী জিন্নাহ ও ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদ। পরে নববর্ষ উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।